কয়লা পাচার কান্ডে (Coal Smuggling) আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই (CBI)। তাও আবার অভিষেক-রুজিরার বাসভবনেই। এদিকে আজ ত্রিপুরা যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এই সফর তিনি বাতিল করবেন কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, কয়লাপাচার-কাণ্ডে এর আগেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা। পরে জারি হয় গ্রেফতার পরোয়ানা।
প্রসঙ্গত, এর আগেও বাড়িতে এসে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন উপনির্বাচনের প্রচারে। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেই সেখানে পৌঁছবে সিবিআই।
এই একই মামলায় ইতিমধ্যেই কয়েকবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে।