চিকিৎসা বিজ্ঞানে নজির সৃষ্টি করল কলকাতা (Kolkata)। কেবল পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারতের মধ্যে এই প্রথম সফলভাবে ফুসফুস প্রতিস্থাপনের (Lungs Transplant) কাজ হল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রায় ৬ ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সফল অপারেশন হয়েছে। অপারেশন সফল হলেও রোগীকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এরপর নিশ্চিত ভাবে বলা সম্ভব রোগীর শরীরে ফুসফুস কাজ করছে কী না। প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকারের নেতৃত্বে এই সফল ফুসফুস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
সূত্রের খবর, সোমবার কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তের পর এক ব্যক্তি ১০৩ দিন হাসপাতালে ভর্তি আছেন। তাঁর ফুসফুসটি পুরো বিকল হয়ে গেছে। ছিলেন একমো সাপোর্টে। কিন্তু সেই একমো সাপোর্টও আর কাজ করছিল না। এই অবস্থায় ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০ টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় মরণোত্তর অঙ্গদানের পর সুরাটের এক ব্যক্তির ফুসফুস। গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে আসা হয় এই ফুসফুস। তারপর প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সফল হয়েছে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ। এবার রোগীকে ৭২ ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বোঝা যাবে তাঁর শরীরে ফুসফুস কাজ করছে কী না।
প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকারের নেতৃত্বে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও ছিলেন চিকিৎসক অর্পণ চক্রবর্তী, চিকিৎসক সপ্তর্ষি রায়, চিকিৎসক সৌম্যজিৎ ঘোষ, চিকিৎসক দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তবে চিকিৎসকদের চিন্তায় রাখছে ফাইব্রোসিস, কারণ দীর্ঘদিন একমো সাপোর্টে থাকার ফলে রক্তক্ষরণের একটা সম্ভাবনা থেকেই যায়। তবুও পূর্ব ভারতের মধ্যে এটাই প্রথম ঘটনা। এর আগে কিডনি প্রতিস্থাপনের কাজ হলেও ফুসফুস প্রতিস্থাপনের কাজ হয়নি। সেদিক থেকে নতুন ইতিহাস তৈরি করল কলকাতার এই বেসরকারি হাসপাতাল।