একুশের ভোটযুদ্ধের আগে বাজেট ভাষণে রীতিমতো কল্পতরু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েকদিন আগেই রাজ্যের অন্তবর্তীকালীন বাজেটে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহ না ঘুরতেই ফের এদিন অর্থাৎ সোমবার নতুন করে আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এ বিষয়ে, বিরোধীদের তোপ দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট আদতে 'বাজেটের মোড়কে নির্বাচনী ইস্তেহার'। এই অভিযোগের জবাবেই নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার উদ্বোধন হবে আজ কিংবা কাল দিয়েই। এর মধ্যে রয়েছে কলকাতার লেদার কমপ্লেক্সের কমন ইফ্লুয়েন্ট প্ল্যান্ট। যেখানে বিনিয়োগ হবে প্রায় ৪০০ কোটি টাকা।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষের কাজ করার জন্য চতুরতার প্রয়োজন হয় না। আজ ১৯ শিল্পের কথা ঘোষণা করব। বিনিয়োগ হবে ৭২,২০০ কোটি টাকা। ৩ লক্ষ ২৯ হাজার লোকের কর্মসংস্থান হবে।' মুখ্যমন্ত্রী আরও জানান, দুয়ারে সরকারে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে।