বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তৃণমূল তথা সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। রাজ্যের নারী নির্যাতন নিয়ে গতকালই তিনি বলেছিলেন, "বামফ্রন্টের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যেমন ধর্ষণের বিষয়ে বলেছিলেন এইরকম তো হয়েই থাকে। বর্তমান রাজ্য সরকারও ঠিক সেই পথেই হাঁটছে। বামফ্রন্ট যেভাবে ধর্ষণকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করেছিল, তৃণমূল সরকারও তাই করছে।"
তবে এদিন নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার 'আইন অমান্য' কর্মসূচি ঘিরে উত্তাল গোটা রাজ্য। ভবানীভবনের সামনে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নেতৃত্বে কর্মসূচিতে পুলিশি ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে, কয়েকজন বিজেপি কর্মী, সমর্থককেও।
এরপরেই ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পল। বলেন, "আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই এভাবে গ্রেপ্তার হতে হবে? ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে বামফ্রন্ট সরকারও রাজনৈতিক হাতিয়ার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। এ রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। কারণ, তাঁরা বিরোধী রাজনীতি করছে বলে। মুখ্যমন্ত্রী কী বলবেন এসব নিয়ে?"
তবে শুধু কলকাতা নয়। হাওড়ার (Howrah) আমতায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চলতি সপ্তাহে নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল বিজেপি। দিল্লিতে বুধবার সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান। এরপরেই আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যজুড়ে মহিলা মোর্চার কর্মসূচি চলছে। বাঁকুড়া, বনগাঁ, রায়গঞ্জ, মেদিনীপুর-সহ একাধিক জেলাতেই এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বাধার মুখে পালটা অবরোধ করেন বিক্ষোভকারীরাও।