শুক্রবার সকালে শহরের বুকে মর্মান্তিক বাইক দুর্ঘটনা (accident)। যার জেরে প্রাণ গেল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যাক্তি অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বাগমারি রোডে। দুর্ঘটনার সময় চালকের সঙ্গে ছিলেন এক মহিলাও। ঘটনায় আহত হয়েছেন তিনিও।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল পৌনে ন’টা নাগাদ ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বাগমারি রোড দিয়ে বাইক চালক এবং তাঁর সঙ্গিনী বাইক নিয়ে আসার সময় আচমকাই বাইকের চাকাটি ট্রাম লাইনে ঢুকে গেলে নিয়ন্ত্রণ হারায় দু’চাকা। ঘটনাস্থলেই পড়ে যান দু’জন। সেসময়ই পিছন থেকে আসছিল একটি ক্রেন। ক্রেনটি বাইক আরোহীর হেলমেটের উপর দিয়ে চলে যায়।
পুলিশের সহায়তায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় থাকা বাইক চালককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালকের সঙ্গিনীও। এদিকে ঘটনার পর প্রতিবাদ শুরু করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ক্রেন চালককে আটক করেছে নারকেলডাঙা থানার পুলিশ।