বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন যুবক। পাঁচ বন্ধু মিলে গাড়িভাড়া করে পুরী (Puri) সফর শুরু থেকেই ছিল জমকালো। গিয়ে উঠেছিলেন পুরীর একটি হোটেলে। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকাই হোটেলের চার তলা থেকে পড়ে যান এক বন্ধু। গুরুতর আহত হন তিনি। পুলিশের তৎপরতায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হতেই ভুবনেশ্বর এইমস-এ (AIIMS) নিয়ে যাওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বন্ধুর মৃত্যুর কথা শুনে চম্পট দেয় তাঁর বন্ধুরা। এমনকী বেপাত্তা গাড়ির চালক। সেখানেই প্রশ্ন ওঠে এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? এদিকে পুরী সি বীচ থানার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করে। গাড়ির খোঁজ করতে গিয়ে দেখা যায় এই গাড়ির মালিক কলকাতার উল্টোডাঙার বাসিন্দা। যোগাযোগ করা হয় উল্টোডাঙা থানার সঙ্গে। ঘটনায় সেই গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মৃত যুবকের নাম চয়ন সরকার। তিনি কলকাতার বাগুহাটির বাসিন্দা। ছেলের মৃত্যুর খবর পেয়ে পুরী যান বাবা। সেখানে গিয়ে ছেলেকে খুনের অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি ছেলের বন্ধুরাই তাকে খুন করেছে। প্রশ্ন উঠেছে বন্ধুকে ফেলে রেখে বাকি বন্ধুরা কেন পালিয়ে এল! বাকি বন্ধুদের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও তাদের গ্রেফতার করা যায়নি বলে সূত্রের খবর।