২২ মার্চ, ২০২৩
কলকাতা

Anubrata Mondal: কেষ্টর চোখে জল, সিবিআই হেফাজতের প্রথম রাত

আজ থেকে রাজ্যজুড়ে সিবিআই, ইডি-র বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস
Anubrata Mondal new photo Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১২ আগস্ট ২০২২ ৮:৪০

অনেকটা ফিল্মি কায়দায় সিবিআই (CBI) জালে ধরা পড়েন বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। অনেক ফন্দি ফিকির করেও শেষরক্ষা হয়নি। পুরো আটঘাঁট মেনেই নেমেছিল সিবিআই। কোন ফাঁক রাখেই নি। পরিকল্পনামাফিক পদ্ধতি মেনেই অনুব্রত মন্ডলের ঘর থেকেই তুলে নেওয়া হয় তাঁকে। দিনভর অনেক টালবাহানার পর গভীর রাতে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হয় অনুব্রত মন্ডলকে।

চোখে-মুখে ক্লান্তির ছাপ। সূত্রের খবর, আসানসোল আদালতে নাকি কেষ্টর চোখে জল দেখা গিয়েছিল। রুমাল দিয়ে তিনি নাকি চোখের জল মুছছিলেন বারবার। সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর তিনি দেননি। বহুবার প্রশ্ন করা হলেও তিনি ছিলেন নিশ্চুপ। এমনকী আদালতে নিজের জামিনের পক্ষেও তিনি কোন সওয়াল করেননি। সূত্রের খবর, দশ দিনের সিবিআই হেফাজতে আজ থেকেই জেরা শুরু করতে চলেছে সিবিআইয়ের বিশেষ আধিকারিক দল, খবর তেমনটাই।

উল্লেখ্য, গতকাল দিনভর ছিল টানটান উত্তেজনা। বলিউড সিনেমার চিত্রনাট্যের মতোই বাংলার মানুষ নজর রাখছিলেন গোটা ঘটনার দিকে। পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের আরও একজন হেভিওয়েট নেতা সিবিআইয়ের জালে। এ নিয়ে দলের অন্দরে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে। কিন্তু সিবিআই, ইডি-র বিরুদ্ধে আজ থেকেই পথে নামছে শাসকদল। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লাগিয়ে দিচ্ছে বিজেপি, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, অনুব্রত মন্ডলের গ্রেফতারির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের আরও একজন হেভিওয়েট নেতা মদন মিত্র অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। দল অনুব্রত মন্ডলের পাশে আছে কী না তা-ও স্পষ্ট নয়। বিরোধী দলগুলি গতকাল থেকেই রাজ্যজুড়ে তেড়েফুঁড়ে আন্দোলনে নেমেছে। গুড়, বাতাসা, নকুলদানা বিলির পাশাপাশি চলছে ঢ্যাড়া পিছিয়ে অনুব্রতর গ্রেফতারির বিষয়ে স্লোগান। সব মিলিয়ে কেষ্টর গ্রেফতারির পর রাজ্য জুড়ে টানটান উত্তেজনা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata
১২ মার্চ

উপস্থিত হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীকান্ত আচার্য সহ আরও অনেকেই

Sandhya Mukherjee
৬ মার্চ

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসতে চলেছেন

Mamata Puja
২৬ ফেব্রুয়ারি

আগামী ২ মাসের মধ্যে মেট্রোর কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে

Kolkata metro
২৫ ফেব্রুয়ারি

বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে

Kunal leg
২৪ ফেব্রুয়ারি

দীর্ঘ ২৫ বছর ধরে দেশবাসীকে কণ্ঠের মায়ায় বেঁধে চলেছেন শ্রেয়া ঘোষাল

Shreya Ghosal new
১৫ ফেব্রুয়ারি

জয়দীপ এবং তাঁর মা চম্পা দাস মিলে শুরু করতে চলেছেন তাঁদের নতুন পথচলা "মা ছেলের হেঁশেল"

Jaydeep cover
২ ফেব্রুয়ারি

মেলায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা প্রমুখ

Saayoni kunal duet song
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc