খারিজ হয়ে গেল জামিনের আবেদন। ফের সিবিআই (CBI) হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আজ, শনিবার আদালতে পৌঁছনোর আগেই অনুব্রতর (Anubrata Mandal) অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তবে ধোপে টিকল না সেই আবেদন। আরও চারদিন সিবিআই হেফাজতে রেখে ২৪ আগস্ট ফের আদালতে তোলা হবে কেষ্টকে। আজ এমনই নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
"তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেনি অনুব্রত মণ্ডল। উনি সাধারণ অভিযুক্ত নন, রাজ্য সরকারের সঙ্গে ওনার যোগাযোগ আছে।" কার্যত এমনই যুক্তি দেখিয়ে পুনরায় সিবিআই হেফাজতে নেওয়া হল অনুব্রত মণ্ডলকে।
এছাড়া বিচারকের সামনে আরও একবার অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানান সিবিআইয়ের আইনজীবী।