ক্রমেই বাড়ছে সাইবার জালয়াতি (Cyber Crime)। দিন কয়েক ধরেই বিদ্যুতের বিল নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়িয়েছিল জালিয়াতরা। বিদ্যুতের বিলের নামে একটি লিঙ্ক আসে ফোনে। ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয় টাকা। এ বিষয়ে কলকাতা পুলিশের তরফেও প্রচারাভিযান চালানো হয়েছিল। তবুও ফাঁদে পড়ছেন আমজনতা। এবার বড়সড় প্রতারণার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। ব্যঙ্ক থেকে উধাও হল আড়াই লক্ষ টাকা। ঘটনায় সরশুনা থানা, লালবাজারের সাইবার সেল এবং ব্যাঙ্কে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।
অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের দাবি, ১৩ জুন তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। লেখা ছিল, দিনের দিন বিদ্যুতের বিল জমা না দিলে রাতের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে লিঙ্কে ক্লিক করে বকেয়া টাকা মিটিয়ে দেন অভিনেতা।
সঙ্গে সঙ্গে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। পেমেন্ট আপডেট করার জন্য একটি লিঙ্কে ক্লিক করে ১১ টাকা দিতে হবে বলে জানানো হয়। অভিনেতা সেই মতোই লিঙ্কে ক্লিক করেন। এরপরই নিমেষে তাঁর অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা উধাও হয়ে যায়।