ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার দেহ, অন্যদিকে রেললাইন থেকে পাওয়া গেল আর একজন ব্যক্তির দেহ। খাস কলকাতায় একই দিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ অনেকটাই স্পষ্ট হবে।
সূত্রের খবর, যাদবপুরের গড়ফা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতের নাম শান্তি সিং। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অন্যদিকে, ঢাকুরিয়া-বালিগঞ্জ রেললাইনের মাঝে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। গোবর্ধন শেঠ নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতা শান্তি সিং মৃত গোবর্ধন শেঠের ফ্ল্যাটেই মারা গিয়েছেন।
এমন ঘটনার কারণ কী? সূত্র মারফত খবর, শান্তি সিংয়ের সঙ্গে গোবর্ধন শেঠের প্রেমের সম্পর্ক ছিল। প্রায়ই তিনি গোবর্ধনের গড়ফার ফ্ল্যাটে আসতেন। মঙ্গলবার গোবর্ধন শান্তি সিংয়ের বোনকে ফোনে জানান, তিনি তাঁকে খুন করেছেন। শান্তি সিংয়ের বোন পুলিশ নিয়ে ফ্ল্যাটে গেলে শান্তি সিংয়ের দেহ দেখতে পান। কিন্তু গোবর্ধন সেখানে ছিলেন না। পরে ঢাকুরিয়া-বালিগঞ্জ রেললাইনের মধ্যে গোবর্ধনের দেহ উদ্ধার হয়েছে। কেন তাঁরা এমন চরম সিদ্ধান্ত বেছে নিলেন, এখনও তা স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে আরও খবর, গোবর্ধনের সঙ্গে শান্তির নাকি দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় সাত-আট বছর ধরেই গোবর্ধনের ফ্ল্যাটে শান্তির আসা-যাওয়া ছিল। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাহলে এমন চরম সিদ্ধান্তের কারণ কি? এখনও তা স্পষ্ট নয়। অন্য কোন কারণ আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।