রবীন্দ্রনাথ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁকে বাদ দিয়ে যেন এক পাও চলা বিড়ম্বনা হয়ে পড়ে বাঙালিদের ক্ষেত্রে। আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকী। আরও একবার প্রত্যেক রবীন্দ্র-সাধক সাধিকারা মেতে উঠবেন রবি ঠাকুরের আরাধনায়। 'নৈবেদ্য' আয়োজিত এমনই এক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ মে, মধুসূদন মঞ্চে।
সন্ধ্যে ছয়টা থেকে শুরু হবে 'নৈবেদ্য' আয়োজিত "রবীন্দ্রসংগীত এবং.." শীর্ষক অনুষ্ঠানটি। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাবেন গায়ক অগ্নিভ বন্দ্যোপাধ্যায় (Agnibha Bandyopadhyay)।
তবে শুধু গান নয়, তিন ঘন্টার এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনি 'পদাতিক' (Padatik) নৃত্য গোষ্ঠীর সঙ্গে মেতে উঠতে পারবেন নৃত্যের ছন্দেও। এই সমগ্র অনুষ্ঠানটি মাত্র একশো টাকার বিনিময়েই উপভোগ করতে পারবেন। টিকিট পেয়ে যাবেন 'বুক মাই শো' (Book My Show) থেকে।