কথায় আছে, "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই/পাইলেও পাইতে পার অমূল্য রতন।" এবার কলকাতার বুকে একটি সরকারি হাসপাতালে তেমনই মিলল গুপ্তধন। লোকচক্ষুর আড়ালে এতদিন পড়ে ছিল। কেউ খেয়ালও করেননি, কিন্তু তার ভেতর এমন গুপ্ত ভান্ডার লুকিয়ে আছে কে তা জানত!
কলকাতার (Kolkata) আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। ট্রমা কেয়ারের উল্টোদিকে এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওয়াটার এটিএমটি (Water ATM)। যেখানে আগে ২ টাকার বিনিময়ে মিলত পরিশুদ্ধ পানীয় জল। মেশিনটি স্বয়ংক্রিয়। ২ টাকা দিলেই মিলত পরিমাণ মতো পানীয় জল। তৃষ্ণা তৃষ্ণার্ত মানুষ সহজেই পেতেন সেই পানীয় জলের পরিষেবা। তবে বছর চারেক আগে সেটি খারাপ হয়ে যায়। আর সারানো হয়নি। সেই ভাবেই এতদিন পরিত্যক্ত অবস্থায় কোনে পড়েছিল ওয়াটার এটিএমটি। কারোর নজরেও আসেনি। আচমকাই ওটা খুলতেই চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। মেশিনের ভেতর কাড়ি কাড়ি ২ টাকার কয়েন।
কত টাকা পাওয়া গেছে এই ওয়াটার এটিএম থেকে? সূত্রের খবর, প্রায় ৫৬ হাজার টাকার ২ টাকার কয়েন পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, প্রায় ২৮ হাজারের বেশি মানুষ এখান থেকে জল খেয়েছেন। করোনার কারণে দীর্ঘদিন ওই স্থানে হাসপাতাল কর্তৃপক্ষের নজর পড়েনি। কিন্তু প্রায় চার বছর পর সেই ওয়াটার এটিএম খুলতেই মিলল এমন গুপ্তধন। বেজায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।
এই টাকা দিয়ে কী হবে? হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই টাকা দিয়ে ফের সেই ওয়াটার এটিএমটি সারিয়ে তোলা হবে। সাধারণ মানুষ পুণরায় এই ওয়াটার এটিএমটি ব্যবহার করুক, এটাই চান হাসপাতাল কর্তৃপক্ষ।