কলকাতার বুকে দিনেদুপুরেই কি সক্রিয় পাচারচক্র? নির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ পাওয়া না গেলেও তেমনই ঘটনার আভাস পাওয়া গেল বাইপাসে। এদিন সকালবেলায় বাইপাসে এক বাইক থেকে হাত বাঁধা অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করল তিলজলা থানার পুলিশ। বাইক আরোহীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বয়ানে অসঙ্গতি মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকালে প্রগতি ময়দান থেকে রুবির দিকে যাওয়া একটি বাইককে দেখে সন্দেহ জাগে অপর এক বাইক আরোহীর মনে। তিনি দেখেন সন্দেহভাজন বাইকের চালকের পিছনে বসে আছে ১৩-১৪ বছর বয়সী দুই নাবালিকা। দুজনেরই হাত বাঁধা। ঘটনা দেখে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশদের বিষয়টি জানান।
এরপরেই তিলজলা ট্রাফিক গার্ডের কাছে খবর পাঠান ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশরা। অফিসাররা এসে আটক করেন বাইকটিকে। বাইক আরোহীকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দুই নাবালিকাকে নিজের মেয়ে বলে পরিচয় দেন। অন্যদিকে দুই নাবালিকা সেই দাবী অস্বীকার করে বলে তাদের বাবা মারা গেছেন এবং বাইক আরোহীটি তাদের জোর করে নিয়ে যাচ্ছে। আপাতত জিজ্ঞাসাবাদের স্বার্থে দুই নাবালিকা-সহ বাইক আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তিলজলা থানায়। ঘটনায় নারীপাচারের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।