সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই রাজ্যে প্রতিদিন একের পর এক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবারে করোনাভাইরাস এর রোগীদের জন্য একটি নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে মোট ১,৩৬৭ সংখ্যক সাধারণ বেড নেওয়া হয়েছে। সঙ্গেই আইসিইউ এর বেড নেওয়া হয়েছে ৩৭০টি। এই সমস্ত বেড রাজ্যের মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে, যদি আপনারা এই সমস্ত বেড ভাড়া করতে চান তাহলে আপনাকে একটি বিশেষ নম্বরে কল করতে হবে - 1800 3134 4422। রাজ্যে বর্তমানে বেশ কিছু জায়গায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে যেন কোনোভাবেই অক্সিজেনের অভাবে কেউ মারা না যায়। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই সমস্ত বেড বর্তমানে শুধুমাত্র স্বাস্থ্য ভবনের থেকে বুকিং করা যাবে।
সূত্রের খবর, পুরো পশ্চিমবঙ্গের ২৪টি হাসপাতাল থেকে এই সমস্ত বেড এর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে সুপারদের জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ভবন এবং সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য আধিকারিক এর সুপারিশ মত করোনা রোগীদের ভর্তি করতে হবে আপনাদের। এছাড়াও করোনা আক্রান্ত সমস্ত রোগীদের বিস্তারিত তথ্য রাখতে হবে আপনাদের। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই বেসরকারি হাসপাতালগুলির একটি তালিকা দেওয়া হয়েছে। রাজ্য সরকার বলছে, এত ব্যাপক হারে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বাড়ছে যে, সরকারি হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। এই কারণে বেসরকারি হাসপাতালের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে অনেকেই