ব্যোমকেশ বক্সী সিরিজ থেকে করুণাময়ী রানী রাসমনিতে সকলের প্রিয় রাঘবেন্দ্র কিংবা আমি সিরাজের বেগমের মোহনলাল। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় করে, বলাবাহুল্য নিজের একাগ্রতা এবং কর্মদক্ষতার মাধ্যমে আজ বাঙালির অন্দরে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন সকলের প্রিয় অভিনেতা অমিতাভ দাস (Amitava Das)। আপনাদের ভালোবাসাই আজ তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে, বিশ্বাস করতে শিখিয়েছে নিজের কাজকে। আজ "পরিদর্শক" বলবে আপনাদের প্রিয় রাঘবের গপ্পো।
অভিনয়ের শুরুর দিকটা কিছুটা অন্যরকম ছিল অভিনেতার। ২০১০ থেকে অভিনয়ে যাত্রা শুরু। নিজের চেষ্টায়, ইচ্ছেতেই- কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজ অভিনয় জগতে নিজের নাম পোক্ত করেছেন অমিতাভ। যদিও পারিবারিক দিক থেকে অভিনেতা পেয়েছিলেন পূর্ণ সমর্থন।
- ব্যোমকেশ বক্সী সিরিজ থেকে করুণাময়ী রানী রাসমনিতে সকলের প্রিয় রাঘবেন্দ্র কিংবা আমি সিরাজের বেগমের মোহনলাল। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে আজ বাঙালির অন্দরে বেশ জনপ্রিয় তুমি, তবে কোন চরিত্রটি তোমার নিজের সবচেয়ে প্রিয় ছিল, কিংবা মনের মতোন?
প্রতিটি চরিত্রই আলাদা, প্রত্যেকটার আলাদা দৃষ্টিভঙ্গি। বর্তমানে যা চরিত্র করছি, তাও ভিন্ন। পরবর্তীতে যেমন চরিত্র পাব, সেগুলোও আলাদাই হবে আশা করি। তাই প্রতিটি চরিত্রই আমার পছন্দের, মনের কাছের। মন দিয়ে সমস্তটা করার চেষ্টা করেছি। বাকি দর্শক বলবে।
- যদি অভিনয়ে না আসতে। তাহলে কী নিয়ে এগোতে? ক্রিকেট?
ক্রিকেট। অভিনয় আর ক্রিকেট ছাড়া কোনও কিছুই আমার মাথায় ঢোকেনি।
অভিনয়ের পাশাপাশি বহু তারকাই আজ ইউটিউব কিংবা ফেসবুকে এখন ভ্লগ ভিডিও করছে। উপার্জনতো রয়েছেই, সঙ্গে ইচ্ছেও। নেটিজেনদেরও ইচ্ছে অমিতাভকে ভ্লগিংয়ের দুনিয়াতে দেখার। এ বিষয়ে কী মন্তব্য অভিনেতার? পরিদর্শককে অমিতাভ জানান, "এখনও পর্যন্ত এসব বিষয়ে কিছু ভাবিনি। তবে কখনও ভ্লগ করতে হলে সঠিক বার্তা দিয়ে ট্রাভেল ভ্লগ করার ইচ্ছে রয়েছে।"
- জনপ্রিয় হতে সকলেই চায়। তবে জনপ্রিয় হলেই আরও দায়িত্ব বেড়ে যায় ভালো কাজ করার। দর্শকদের নতুন কাজ উপহার দেওয়ার, এ বিষয়ে তোমার কী মত?
আমি আমাকে এগোতে দেখতে চাই। কাজ থাকুক বা না থাকুক, আমার কাজ যদি সকলের ভালো লাগে সেটাই আমার ইন্সপিরেশন।
আরও এগিয়ে যাক অমিতাভ। আগামীর জন্য অনেক শুভকামনা অভিনেতার জন্য।