কলকাতায় শীতকালের অন্যতম প্রাণকেন্দ্র, বইমেলা। এই বছর ৪৬ তম বইমেলা আয়োজিত হচ্ছে তিলোত্তমার বুকে। দেশ বিদেশের বিবিধ নামী জ্ঞানী লেখকের বইয়ের সমাহারে সেজে উঠেছে এই মহাযজ্ঞ। গায়ক অনুপম রায়ের (Anupam Roy) অনুগামীদের জন্যও থাকছে বিশেষ চমক। কারণ, এবারে লেখক হিসেবে তাঁর লেখা বইও থাকছে বইমেলার সম্ভারে।
গীতিকার হিসেবে অনুপম রায় আগেই পরিচয় দিয়েছেন তাঁর শৈল্পিক গুণের। বলা বাহুল্য, বাংলা চলচ্চিত্রে তাঁর গান যেন এক অন্য মোড় ঘুরিয়েছিল ২০১০ সালে। 'অটোগ্রাফ' (Autograph) ছবিতে প্রথম 'আমাকে আমার মত থাকতে দাও' গানে তাঁর অভিষেক হয়। বাংলার মানুষ বুঝেছিলেন, অনুপম সত্যিই 'দারুন' শিল্পী। এবারে তাঁর বই প্রকাশ পাচ্ছে বইমেলায়। তাঁর বিখ্যাত রোমাঞ্চকর সফরের সিরিজ, অ্যান্টনির দ্বিতীয় ভাগ 'বেঙ্গালুরুতে অ্যান্টনি' দীপ প্রকাশন থেকে সদ্য প্রকাশিত। বইটির 'প্রি-বুকিং' আগে শুরু হলেও, বইমেলাতেও পাওয়া যাবে এটি।
অনুপম রায়ের বিখ্যাত কমিক সিরিজ অ্যান্টনি। প্রথম ভাগের নাম 'অ্যান্টনি ও চন্দ্রবিন্দু'। এই বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভ চক্রবর্তী। চলতি বইমেলার দীপ প্রকাশনের ৪৬৮ নম্বর স্টলে উৎসাহী পাঠক এই বইটি সংগ্রহ করতে পারবেন।