৩ এপ্রিল, ২০২৫
বিনোদন

'যশ' প্রাপ্তিতে গোলাপ যোগ, উচ্ছসিত নুসরত জাহান

নম্বর 'ওয়ান' যুগলের প্রেমে, ফের মজলো নেট দুনিয়া
Yash nusrat 23rd Oct Bengali News
facebook.com/nusratchirps/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ২১:৫৩

গত বছর থেকে টলিউডের দম্পতিদের মধ্যে, তাঁরা প্রথম স্থান দখল করে আছেন। নম্বর 'ওয়ান' এই জুটিকে নিয়ে তরজার হালখাতার পাতা যেন শেষই হয়না! হবেই বা কি করে? কারণ রুপোলি পর্দায় তাঁদের পথ চলার সূত্রপাতই যে 'ওয়ান' ছবিটির সেট থেকে। এতক্ষণে অনেকেই ধরে নিয়েছেন, কথা হচ্ছে টলিউডের অন্যতম 'টক অফ দা টাউন' যুগল, যশ দাসগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে।

প্রথম দিকে রাখঢাক থাকলেও, বর্তমানে নিজেদের 'কোয়ালিটি টাইম' এ এতই তাঁরা মজে আছেন যে, অনুগামীদের সঙ্গে একান্ত মুহূর্তগুলিকে ভাগ করে নিতে আর দ্বিধা বোধ করছেন না। কে না চায়, তাঁর ভালোবাসার সাক্ষী হোক পার্থিব জগৎ? ইতিহাসেও তো এমন উদাহরণ নেহাত কম নয়! তাই তো নিজেদের মুহুর্ত যাপনের উপভোগ্য মুহুর্ত গুলি 'যশরত' জুটি ভাগ করে নেন শুভাকাঙ্খীদের সঙ্গে। ঠিক যেমন নিয়েছেন যশের দেওয়া গোলাপ হাতে নুসরতের কৃতজ্ঞতার মুহুর্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে নুসরতের স্টোরি তে দেখা যাচ্ছে, একটি সাদা ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরিহিত নুসরতের হাতে, গোলাপের বোকে। অপর একটি স্টোরিতে গোলাপদাতা অর্থাৎ প্রেমিকের নাম করে ধন্যবাদ জানাতেও ভোলেননি এই প্রেমিকা।

Nusrat Yash rose Bengali News
instagram.com/nusratchirps/

তাঁর আউটফিটের সঙ্গে গোলাপকে দোসর হিসেবে বেশ মানিয়েছে। অপরদিকে যশের স্টোরিতে দেখা যাচ্ছে, ছুটির আমেজ নিতে তিনিও কম যান না। তিনি পড়েছেন উভয় সংকটে! তাঁর সামনে রাখা তরমুজ এবং আনারসের জুসের মধ্যে কোনটি তিনি বাছবেন, এই উত্তরের আশা তিনি অনুগামীদের কাছেও করেছেন। বোঝাই যাচ্ছে এই প্রেমিক যুগল তাঁদের মুহূর্তগুলিকে বেশ ফুরফুরে ভাবে এবং উচ্ছলতার সঙ্গেই যাপন করছেন।

Yash juice Bengali News
instagram.com/yashdasgupta

সদ্য তাঁরা যুগলে শেষ করেছেন, শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) পরিচালনায় 'মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি' (Mastermoshai Apni Kichu Dekhenni) ছবির শুটিং। শুটিংয়ের রোজনামচা থেকে ছুটি পেয়েই সেই সুযোগে পাড়ি দিয়েছেন তাঁরা একান্তে নিভৃত যাপনে। যদিও অন্যবারের মত এবারেও সন্তানেরা তাঁদের সঙ্গী হননি। প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে, নুসরত জন্ম দেন তাঁর এবং যশের পুত্রসন্তান, ঈশানের (Yishaan)। তাঁদের সন্তানদের পিতৃপরিচয় নিয়েও সংস্কৃতিমহলে দ্বন্দ্ব ঘনীভূত হয়। কিন্তু কোনোদিনই কোনো প্রতিকূলতাকে পাত্তা দেননি এই জুটি। সমস্ত নেগেটিভিটিকে থোড়াই কেয়ার করে তাঁরা বেছে নিয়েছেন নিজেদের ভালো থাকার মন্ত্রকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun