২৯ মার্চ, ২০২৪
বিনোদন

প্রযোজকের সঙ্গে মনোমালিন্য! 'হেরাফেরি'র তৃতীয় সফর থেকে বাদ অক্ষয় কুমার?

কার্তিক আরিয়ান নাকি বরুণ ধাওয়ান, 'হেরাফেরি ৩' ছবিতে 'রাজু'র মুকুট পরবেন কে?
Akshay Kumar 2 Bengali News
instagram.com/akshaykumar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ১ ডিসেম্বর ২০২২ ২০:১৫

'হেরাফেরি' (Hera Pheri) এবং 'ফির হেরাফেরি'র (Phir Hera Pheri) সাফল্যের পর, এই সফরের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি পর্বে এসে তৈরি হল অভিনেতা বিভ্রাট! ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওলার (Firoz A. Nadiadwala) সঙ্গে মনোমালিন্য হয়েছে 'হেরাফেরি'র অন্যতম মধ্যমণি অক্ষয় কুমারের (Akshay Kumar)। কারণ হিসেবে জানা গেছে, অত্যধিক মূল্যের পারিশ্রমিক দাবি করেছেন 'খিলাড়ি' কুমার। আর সেখানেই ঘনিয়েছে তাঁদের মধ্যে দূরত্ব। এমনকি অক্ষয়কে এই ছবিতে তো বটেই, এমনকি পরবর্তী দুটি ছবিতেও রাখতে চাইছেন না প্রযোজক, যে ছবির মধ্যে অক্ষয় অভিনীত 'ওয়েলকাম' (Welcome) ছবির 'সিক্যুয়েল'ও রয়েছে।

তিন অসমবয়সী বন্ধু, রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া। তাঁদের সাদামাটা জীবন প্রবাহিত হয় নানারকম মজাদার ঘটনার স্রোতে। রুপোলি পর্দায়, এই তিন সহচর উপস্থিত হলেই, হাসির ফোয়ারায় ভরপুর হয়ে ওঠে দর্শক-মহল। রাজু, শ্যাম এবং বাবু ভাইয়াকে নিয়ে আবর্ত হয় 'হেরাফেরি' ছবির সফর। পরপর এই ছবির দুটি ভাগের পর তাই প্রযোজক তৈরি হচ্ছিলেন এটির তৃতীয় সফরের জন্য। নতুন পরিচালক খোঁজার সঙ্গে আরও একটি গুরুতর সমস্যার সম্মুখীন হতে হল প্রযোজক সংস্থাকে। বাধ সাধলেন স্বয়ং অক্ষয় কুমার, যিনি 'রাজু' চরিত্রে অভিনয় করেছেন। নব্বই কোটি টাকা পারিশ্রমিকের দর হাঁকিয়েছেন 'অক্কি'। এমনকি জানিয়েছেন এই ছবির চিত্রনাট্যও তাঁর পছন্দ হয়নি। তাঁর এই আচরণে বেজায় ক্রুদ্ধ হয়েছেন ফিরোজ এবং অপর এক প্রযোজক আনন্দ পণ্ডিত (Anand Pandit)। অক্ষয়কে বাদ দিয়ে তাঁরা প্রথমে ভেবেছিলেন কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) কথা। 'ভুলভুলাইয়া' (Bhool Bhulaiyaa) ছবির প্রথম ভাগে অক্ষয় থাকলেও, সম্প্রতি তার দ্বিতীয় ভাগে ছিলেন কার্তিক। পেয়েছেন সাফল্যও। তাই প্রযোজকদের মতে, অক্ষয়ের ছবির সিক্যুয়েলে, অক্ষয় ছাড়াও সাফল্য আসতে পারে। কার্তিক আরিয়ান ছাড়াও তাঁরা নির্বাচন করেছেন বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)।

আনন্দ পণ্ডিত এবং ফিরোজ নাদিয়াদওলা 'রাজু'র চরিত্রের জন্য প্রস্তাব নিয়ে গেছিলেন বরুণ ধাওয়ানের কাছে। শুধু তাই নয়, পরিচালক হিসেবে তাঁরা বরুণের পিতা ডেভিড ধাওয়ানের (David Dhawan) কাছেও আর্জি জানান। কিন্তু এক সূত্রের খবর, বরুণ প্রস্তাবে রাজি হননি। তিনি অক্ষয়কে অগাধ শ্রদ্ধা করেন। 'রাজু'র মত একটি 'আইকনিক' চরিত্র অক্ষয়ের জন্যই জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে বরুণ কোনওমতেই তাঁর স্থান নিতে পারেন না। ফলে চাপ বেড়েছে প্রযোজকদের। কিভাবে সমস্যা মিটবে, কারাই বা নতুন করে দর্শকমহলে হাসির উদ্রেক ঘটাতে আসবেন, তার জন্য সকলেই উৎসুক হয়ে আছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ মার্চ

রঙ মাখলেই মুখ ভরে যায় র‍্যাশে? রইল সমাধান

holi celebration
২৩ মার্চ

আজ শনিবার বেলা বারোটার সময় মরদেহ আনা হবে টেকনিশিয়ানস স্টুডিওতে

Partha Sarathi Deb
২২ মার্চ

জিৎ-রুক্মিণীকে জুটিতে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

jeet Rukmini
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৩ ফেব্রুয়ারি

আমি আপ্লুত, ধন্যবাদ : লিখলেন সোনু সুদ

Sonu new
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka
১৯ ফেব্রুয়ারি

দুর্দান্ত অ্যাকশন নিয়ে আসছেন জন আব্রাহাম

John Arjun
১৬ ফেব্রুয়ারি

মাত্র দেড়শো টাকার বিনিময় উপভোগ করুন এক সাংস্কৃতিক অনুষ্ঠান

Book my show
১৪ ফেব্রুয়ারি

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'জব উই মেট', পছন্দের ছবির সঙ্গে উপভোগ করুন বিশেষ দিনগুলি

DilwaleDulhaniaLeJayenge
১৩ ফেব্রুয়ারি

ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষ ভাবে পালন করুন দিনটি

Sharly
১৩ ফেব্রুয়ারি

সম্প্রতি ৬০০ কোটি টাকা দিয়ে নির্মিত 'আদিপুরুষ' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে

Hema Malini Shatrughna Sinha