টলিউডের গ্ল্যামারের দুনিয়া নিয়ে সাধারণ মানুষের ভাবনার শেষ নেই। তারকারা কী খাচ্ছেন, কোথায় গেলেন কী পরলেন, কার সাথেই বা গেলেন? কতই না কৌতুহল আমাদের। তবে জানেন কী দেশে, বিদেশে ছেঁয়ে যাওয়া এই তারকাদের মধ্যেই অনেকে স্কুলের গন্ডিটুকু পাশ করতে পারেননি। আবার কেউ উচ্চ শিক্ষিত হয়েও সুরক্ষিত চাকরির সন্ধান না করে, চুটিয়ে সিনেমা জগতেই রয়ে গেছেন।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আশুতোষ কলেজ থেকে কলাবিভাগে মিমি স্নাতক হন।
শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)
বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স কলেজ থেকে স্নাতক পাশ করার পর, লখনৌয়ের সায়েন্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন শুভশ্রী।
নুসরত জাহান (Nusrat Jahan)
ভবানীপুর কলেজ থেকে বানিজ্য বিভাগে স্নাতক হন নুসরত।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banarjee)
সায়ন্তিকা যিনি বর্তমানে রাজনীতির সাথে যুক্ত। এই অভিনেত্রী কলকাতার জনপ্রিয় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)
বারবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে শ্রাবন্তীকে। তবে জানেন কী শ্রাবন্তী স্কুলের গণ্ডি পেরোতে পারেননি! স্বয়ং উইকিপিডিয়ার তরফেও মেলেনি তাঁর শিক্ষাগত যোগ্যতা। তবে শোনা যায়, তিনি মাধ্যমিক পাশ। তবে একজনকে মানুষকে কখনোই তার শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়।
কোয়েল মল্লিক (Koel Mallick)
শোনা যায় বরাবরই পড়াশোনার মনোযোগী কোয়েল। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গোখালে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে মনস্তত্ব বিদ্যায় স্নাতক হন।
ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতক পাশ করেন ঋতাভরী।
ইশা সাহা (Ishaa Saha)
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাশ করেন ইশা।
পাওলি দাম (Paoli Dam)
একাধিক স্কলারশিপ প্রাপ্ত পাওলি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক পাশ করার পর, জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা) থেকে রসায়নেই স্নাতকোত্তর লাভ করেন।
সন্দীপ্তা সেন (Sandipta Sen)
আশুতোষ কলেজ থেকে বিএসসি পাশ করে, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর লাভ করেন সন্দীপ্তা।
কৌশানী মুখার্জি (Koushani Mukherjee)
তিনি হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ্যে স্নাতক পাশ করেছেন।
তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)
তনুশ্রী চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক পাশ করেন।
পায়েল সরকার (Payel Sarkar)
পায়েল সরকারের শিক্ষাগত যোগ্যতা হল, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক।