ফের বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, এই খবরেই সরগরম হয়েছে নেটপাড়া। বলিউডের চর্চিত এই দম্পতির প্রথম সন্তান তথা ভামিকার বয়স ২ বছর। এরই মাঝে দ্বিতীয় সন্তানের আগমনের খবরে খুশির মেজাজ বলিপাড়ায়।
অভিনেত্রী প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রিমিস্টারে রয়েছেন বলেই খবর।
প্রসঙ্গত, ২০১৭ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি পরিবারে নতুন সদস্য আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিরাট ও অনুষ্কা। তবে আপাতত এ বিষয়ে মুখে কুলুপ দুজনেরই।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    