ফের রেকর্ড ভেঙে নজির গড়ল বেদান্ত (Vedaant Madhavan)। আনন্দে আত্মহারা হয়ে সবার সঙ্গে ভাগ করে এ খবর ভাগ করে নিলেন পিতা মাধবন। ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুাটিক (Junior National Aquatic) চ্যাম্পিয়নশিপ ২০২২-এ নতুন রেকর্ড গড়ছেন মাধবনের ছেলে বেদান্ত (Vedaant Madhavan)।
১৭ জুলাই, ওড়িশার ভূবনেশ্বরে আয়োজিত ১৫০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বেদান্ত। সোনা জেতার জন্য যে দুর্দান্ত সাঁতার কেটেছে ছেলে, সেই ভিডিও শেয়ার করেছেন বাবা মাধবন।
ভিডিয়ো শেয়ার করে মাধবন লিখেছেন, "কখনও না বলো না। ১৫০০ মিটার ফ্রি স্টাইল ন্যাশনাল জুনিয়ার রেকর্ড ভাঙল।"
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পদক জিতে নিয়েছেন বেদান্ত।
তবে এখন ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে (Olympics 2026) ভারতের জন্য পদক আনাই এখন বেদান্ত ও মাধবনের প্রধান লক্ষ্য। আর তাই স্ত্রী সরিতা ও বেদান্তকে নিয়ে দুবাইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মাধবন। কারণ ওখানেই উন্নতমানের একাধিক সুইমিং পুল রয়েছে।