কখনো ছোটো ছোটো চুলে, 'বকুল কথা' (Bokul Kotha) ধারাবাহিকে পাড়ার ছেলেদের দলের 'বকুল ওস্তাদ', কখনো বা 'মিলন তিথি' (MilonTithi)তে নিপুণ গৃহিণী 'অহনা', আবার কখনো দেশের প্রথম মহিলা ডাক্তার 'কাদম্বিনী গাঙ্গুলী', ঊষসী রায়ের (Ushasi Ray) চরিত্রগুলি নিতান্তই ছাপোষা ভাবে পর্দায় ধরা দিয়েছে। কিন্তু ব্যক্তিজীবনে 'ফাশনিস্তা' ঊষসীর স্টাইল স্টেটমেন্ট চিরকাল দর্শককে তাক লাগিয়েছে। প্রায়শই তাঁর সামাজিক মাধ্যমে চোখ রাখলে ঊষসীর পোশাকের প্রতি রুচির স্বাদ পাওয়া যায়।
বলাবাহুল্য, সব রকম পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্য। দেশীয়, বিদেশীয় থেকে শুরু করে, যেকোনো সাহসী পোশাকে ঊষসী ঠিক যেন জলের মত, যে পাত্রে রাখা হয়, তার আকার ধারণ করে! সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টে দেখা যাচ্ছে, লাল গাউনে, সমুদ্র সৈকতে ঢেউ তুলছেন তিনি। অন্যান্য পোশাকের মতই এই পোশাকও ঊষসী স্বতস্ফূর্তভাবে বহন করছেন। উপচে পড়েছে অনুগামীদের কমেন্ট। সকলেই যারপরনাই মুগ্ধ লাস্যময় ঊষসীর এই নতুন রূপে। 'মৎস্যকন্যা' ঊষসী র ছবিটি তুলেছেন সোমনাথ রায় (Somnath Roy)। মেকাপে ছিলেন বাবুসোনা সাহা (Babusona Saha)। ছবিটিতে ঊষসীর স্টাইলিস্ট হলেন সন্দীপ ঘোষাল (Sandip Ghoshal)।
নায়িকা জানিয়েছেন, এই ফটোশুটের ছবি, ক্রমশ প্রকাশ্য। অভিনেতা ঋদ্ধি সেনের (Riddhi Sen)সঙ্গে কোরক মুর্মুর (Korok Murmu) পরিচালনায় 'সুন্দরবনের বিদ্যাসাগর' (Sundarbaner Vidyasagar) সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজে ঊষসীর অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে।