একদিকে প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), অন্যদিকে আট থেকে আশির মন জয় করে নেওয়া টেলিতারকা তৃণা সাহা (Trina Saha)। 'মাতঙ্গী'র শ্যুটিং চলাকালীন দু'জনের ঝামেলার কথা সকলেরই জানা। তবে কে ঠিক আর কে ভুল, তা বোঝা দায়।
আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকারে তৃণা সাহা জানান, 'প্রথমে ভেবেছিলাম যা ঘটেছে তা নিজেদের মধ্যেই থাকুক। এখন দেখছি আমার চুপ থাকার সুবিধা নিচ্ছেন অন্যরা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আমাকে ভিলেন বানানো হচ্ছে। ঘটনার একটা দিকই সকলে জানতে পারছেন।'
বলাবাহুল্য, আজ শহরের বিভিন্ন জায়গায় ডোরাকাটা বিশেষ ট্যাক্সি নিয়ে 'পিলকুঞ্জ' সিরিজের প্রচার সারলেন কলাকুশলীরা। ছিলেন তৃণাও। সেখানেই আনন্দবাজারের তরফে মাতঙ্গী'র বিতর্ক নিয়ে জিজ্ঞেস করা হলে, তৃণার স্পষ্ট জবাব, "২০১৬ থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি কেমন মানুষ, সেটা পরিচালক বা প্রযোজকরা জানেন। কাউকে যখন অসম্মান করিনি, তখন কারও থেকে অসম্মান নিতেও পারব না। তাই কারও কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ নেই।"