২১ নভেম্বর, ২০২৪
বিনোদন

প্রকাশ্যে এল সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'-এর ট্রেলার, মৃত্যুর আগে অভিনয় করেছেন সৌমিত্র স্বয়ং

মাথা নুইয়ে হার মেনে নেওয়া নয়, সোজা শিরদাঁড়ায় ঘুরে দাঁড়ানো এক প্রতিভার গল্প!
soumitra chtterjee recent Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ৬:৫৩

বাংলা চলচ্চিত্রে যেন এক যুগের অবসান, টালিগঞ্জের মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) যে আর নেই, তা বোঝার উপায় নেই। কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেই এখনও অভ্যস্ত বাঙালি। 'উত্তম' সমসাময়িক যুগেও বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন 'সৌমিত্র'। ছয় দশকেরও বেশ দীর্ঘ সময় ধরে তাঁর চলচ্চিত্র জীবন। 

soumitra chatterjee portrait 1 Bengali News
অপুর সংসার (১৯৫৯)

অভিনেতার রুপোলি সফর শুরু হয়, ১৯৫৯ সালে। ছবির নাম অপুর সংসার, যা পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সেই পথচলা শুরু এই জুটির। সত্যজিৎ পরিচালিত ৩৪টি ছবির ১৪টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যা বাংলা চলচ্চিত্রের পরম ও বিরল প্রাপ্তি।

শুধু সিনেমায় নয়, এর পাশাপাশি মঞ্চাভিনয়, নাট্য পরিচালনা ও নাট্য রচনাতেও দৃষ্টান্ত স্থাপন করতে সফল হন সৌমিত্র চট্টোপাধ্যায়। আবার সাহিত্য জগতেও ছিল তাঁর অনায়াস পদচারণ, আঁকতেন ছবিও। তবে এসবের মাঝেও অভিনয় ছিল তাঁর জীবনের অক্সিজেন। তিনি বলতেন, "আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি।" আর সেই মতোনই লডকাউন পরবর্তী সময়ে শেষ করেছেন নিজের বায়োপিক 'অভিযান'-এর শ্যুটিং।

soumitra chatterjee recent 2 Bengali News
"পারমিতার একদিন" ছবির একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়।

কাজ করেছেন একটি ডকুমেন্ট্রারি ফিল্মেও। সৌমিত্রবাবু বলতেন "কাজ ছাড়া আমি আর কিচ্ছু করতে চাই না।" আর তাই ৬১ বছরের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রায় ৩০০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। যার মূল কাহিনী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনকে নিয়েই। আগেই প্রকাশ্যে এসেছিল পরমব্রত পরিচালিত ‘অভিযান’ (Abhijaan Trailer) ছবির টিজার।তবে এবার প্রকাশ্যে এল ট্রেলার। কিন্তু এবার সাথে নেই সৌমিত্রবাবু। আর তাই আবেগঘন হয়ে ট্যুইটারে পরমব্রত লিখলেন, “মাথা নুইয়ে হার মেনে নেওয়া নয়, সোজা শিরদাঁড়ায় ঘুরে দাঁড়ানো এক প্রতিভার গল্প!”

উল্লেখ্য ১৯৩৫ সালে কৃষ্ণনগরে জন্ম হয় সৌমিত্রবাবুর। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নামকরা উকিল ছিলেন। তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে, বাবা নাটকের দলে অভিনয় করতেন। কাজেই ছোট থেকেই সেই পরিবেশে বড় হওয়া তাঁর। তখন থেকেই অভিনয়ের প্রতি ছিল তাঁর শ্রদ্ধা।

soumitra chatterjee belaseshe Bengali News
"বেলাশেষে" ছবির একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত

এরপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স(বাংলা) পাশ করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টসে দু-বছর পড়াশোনা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে সিনেমাজগতে পা রাখেন তিনি। সত্যজিৎ রায় থেকে তপন সিনহা, মৃণাল সেন, অজয় কর, তরুণ মজুমদার থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, সুমন ঘোষ সহ একাধিক পরিচালকদের সাথে অভিনয় করেছেন তিনি। কাজেই, সময়ের ‘শাখা প্রশাখা’য় এখনও অষ্টেপৃষ্ঠে জড়িয়ে তাঁর রুপোলি স্মৃতি। আর সেই স্মৃতিকেই উসকে দিয়েছেন পরিচালক পরমব্রত।

জানা যাচ্ছে, তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। আর নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই (করোনা পরবর্তী সময়ে), যা মূলত আকর্ষণ হতে চলেছে। এছাড়াও এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood
৭ জুলাই

বরাদ্দ সময় পেরিয়ে গিয়ে হয়েছিল 'শাহীদ' ছবির শুটিং

Rajkumar Rao 1
২৯ জুন

স্টারজলসার ‘রোশনাই’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

ushasie chakraborty 1
২৭ জুন

শপথ নেওয়ার ভিডিও নিজেই শেয়ার করলেন সামাজিক মাধ্যমে

dev vote
২৭ জুন

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রাই

Rai mithijhora
২৭ জুন

১৫ অগস্ট আসছে 'বাবলি', মুখ্য চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhashree babli