৭ ডিসেম্বর, ২০২৪
বিনোদন

'মির্জাপুর ৩' থেকে 'কোটা ফ্যাক্টরি ৩', যে সিরিজগুলির জন্য অপেক্ষার প্রহর গুনছে নেট দুনিয়া

সংসার হোক বা সন্ত্রাস, এমন কিছু ভারতীয় ওয়েব সিরিজ যা মন ছুঁয়েছে দর্শকের

কোভিড অতিমারির সময়ে মানুষের অবস্থা হয়ে উঠেছিল দুর্বিষহ। ঘরবন্দী এই পরাধীনতা থেকে মুক্তি পেতে সম্বল হয়ে ওঠে মুঠোফোন। প্রকাশ্যে আসে বেশ কিছু ওটিটি মাধ্যম (OTT Platform)। এবং তার হাত ধরেই দর্শক প্রবেশ করতে শুরু করে 'মির্জাপুর' এর মত সন্ত্রাসী জগৎ থেকে শুরু করে, 'কোটা ফ্যাক্টরি'র মত এক প্রতিযোগী দুনিয়ার জাঁতাকলে। এমনই কিছু চর্চিত ওয়েব সিরিজ নিয়ে রইল আজকের বিশেষ পর্ব, যেগুলির পরবর্তী মরশুমের জন্য অপেক্ষার দিন গুনছে নেট দুনিয়া।

মির্জাপুর - ওটিটি মাধ্যমের রাজা যদি কাউকে বলা হয়, সেটি নিঃসন্দেহে 'মির্জাপুর' (Mirzapur)। সন্ত্রাস, পারিবারিক দ্বন্দ্ব, অবৈধ সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল এই সিরিজ। মুক্তি পেতেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় 'মির্জাপুর'। আলি ফজল (Ali Fazal), ভিক্রান্ত মেসি (Vikrant Massey) থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠীদের (Pankaj Tripathi) মত তারকার উপস্থিতি হয়ে ওঠে সিরিজের প্রাণকেন্দ্র। ইতিমধ্যে এই সিরিজের দুটি ভাগ মুক্তি পেয়েছে। দর্শক তৃতীয় ভাগের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। শোনা যাচ্ছে শীঘ্রই আসতে চলেছে পরবর্তী মরশুম, যেটি আগের দুটির চেয়েও আরও টানটান উত্তেজনাময় হয়ে উঠবে।

কোটা ফ্যাক্টরি- 'মির্জাপুর' এর পর আরও একটি জনপ্রিয় সিরিজ হিসেবে উঠে আসে 'কোটা ফ্যাক্টরি'র (Kota Factory) নাম। উচ্চাকাঙ্খী তরুণদের নিয়ে গল্পের গতি এগোলেও, সিরিজটি মন ছুঁয়ে যায় সকলের। এই প্রতিযোগিতার দুনিয়ায় সকলেই কোথাও গিয়ে মিশে যান চরিত্রদের সঙ্গে। দাগ কেটে যায় সকলের অভিনয়। 'কোটা ফ্যাক্টরি'র দুটি ভাগের পর, যথারীতি তৃতীয় ভাগের মুক্তির অপেক্ষায় দিন গুনছে নেট দুনিয়া।

ডেলহি ক্রাইম- রাজধানীর বুকে ঘটে যাওয়া এক নৃশংস নারী নির্যাতনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল 'ডেলহি ক্রাইম' (Delhi Crime) সিরিজটি। শেফালী শাহ (Shefali Shah), আদিল হুসেনের (Adil Hussain) মত তাবড় তাবড় কলাকুশলীদের অভিনয় দক্ষতায় সিরিজটি রোমাঞ্চকর হয়ে ওঠে দর্শকের কাছে। শোনা যাচ্ছে দুটি মরশুমের পর তৃতীয় মরশুম খুব শীঘ্রই আসতে চলেছে ওটিটিতে, যেটি আরও শিহরিত করবে দর্শককে।

ফ্যামিলি ম্যান - চর্চিত ওয়েব সিরিজ নিয়ে কথা হবে, এবং 'ফ্যামিলি ম্যান' (Family Man) এর প্রসঙ্গ আসবে না, তা হয় না। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) অভিনীত এই সিরিজে যেমন দাম্পত্য জীবনের টানাপোড়েন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তেমনই তার সঙ্গে জড়িয়ে আছে সন্ত্রাসবাদও। মানুষের মনস্তত্ত্বের বিভিন্ন দিক ফুটে উঠেছে সিরিজে। দর্শক তৃতীয় মরশুমের অপেক্ষায় আছেন, তাঁরা আশাবাদী এই তৃতীয় মরশুম আরও জমাট বুননে আবর্তিত হবে।

পঞ্চায়েত- গ্রামীণ জীবনের নানান দিক নিয়ে আবর্তিত হয়েছিল 'পঞ্চায়েত' (Panchayat) ওয়েব সিরিজ। মন ভরানো সঙ্গীত পরিবেশনা, গল্পের দৃঢ় বুনন, সাবলীল অভিনয় দর্শককে যেন ঘোরের মধ্যে নিয়ে গেছিল। এই সিরিজের তৃতীয় ভাগ কবে আসবে, সেই নিয়ে যারপরনাই উৎকণ্ঠায় দর্শক-মহল।

হীরামান্ডী - প্রাক স্বাধীন ভারতের তিন প্রজন্মের গণিকাবৃত্তি নিয়ে 'হীরামান্ডী' (Heeramandi) ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন সঞ্জয় লীলা বংশালী (Sanjay Leela Bhansali)। অভিনয় করেন এক ঝাঁক পরিচিত বলিউডের মুখ। সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) , রিচা চাড্ডা (Richa Chadha) থেকে মনীষা কৈরালার (Manisha Koirala) অভিনয় দর্শক মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করেন। এটির পরবর্তী মরশুমের জন্যও উৎসাহী হয়ে আছেন অনুরাগীরা।

আশ্রম - প্রকাশ ঝা (Prakash Jha) পরিচালিত, ববি দেওল (Bobby Deol) অভিনীত 'আশ্রম' ওয়েব সিরিজটিও বিশেষ চর্চিত। যার পরতে পরতে রয়েছে টানটান শিহরণ। এই সিরিজের তিনটি পর্ব ইতিমধ্যে দর্শকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৩ সালেই আসতে চলেছে চতুর্থ পর্ব।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
২৮ সেপ্টেম্বর

গরম হোক বা শীত, বাচ্চার স্নান যেন না হয় বন্ধ

new born child
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood