২ এপ্রিল, ২০২৫
বিনোদন

অনামিকা চক্রবর্তী : বাংলা পড়তে পারতেন না, অদম্য জেদে হয়ে ওঠেন সফল নায়িকা

অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর জন্য রইল শুভেচ্ছা

স্কুলে পড়াকালীন, বাংলা তাঁর প্রথম ভাষা ছিল না। হিন্দি এবং ইংরেজিই ছিল সংযোগের মাধ্যম। কখনও ভাবেননি, রুপোলি পর্দার জগৎ তাঁর কোনওদিন আপন হয়ে উঠবে! পরিবারের তাগিদে, মাত্র ষোলো বছর বয়সে নির্বাচিত হন প্রথম ধারাবাহিক "রাজযোটক' (Rajjotok) এ। বাংলার প্রতি দুর্বলতাকে জয় করে, সফল ভাবে সেই ধারাবাহিকের হাত ধরে টলি সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হন মুকুন্দপুরের মেয়ে অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)।

প্রথম ধারাবাহিকেই দর্শকদের মনে জায়গা করে নেন, প্রানবন্ত, ছোটফটে কিশোরী 'বনি', ওরফে অনামিকা চক্রবর্তী। সেই ধারাবাহিকে ইতিবাচক এবং নেতিবাচক দুইই ভূমিকাতেই তাঁকে পেয়েছেন দর্শক। "রাজযোটক" এর পর বিভিন্ন ধারাবাহিকে নিজের জাত চেনাতে থাকেন অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক "এখানে আকাশ নীল" (Ekhane Aakash Neel) এর পুনঃনির্মাণে দেখা গেছিল তাঁকে। তাঁর অভিনীত চরিত্র 'হিয়া' বেশ 'চ্যালেঞ্জিং' হয়ে ওঠে তাঁর পক্ষে। এমনকী সেই সময় স্বাস্থ্যবতী হওয়ার দরুন শারীরিক কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। তবুও অনামিকা নিজের প্রতি বিশ্বাস না হারিয়ে, অভিনয়ের জাদুবলে মুগ্ধ করেছিলেন বাঙালি দর্শককে।

চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজ, সর্ব ক্ষেত্রেই অনামিকা প্রমাণ করেছেন তাঁর দক্ষতা। বলা বাহুল্য, যে সময় ওয়েব সিরিজের চল সেভাবে শুরু হয়নি, সেই সময় হইচই অরিজিনালসের (Hoichoi Originals) সিরিজ, 'হোলি ফাঁক' (Holi Faak) এ সাহসী দৃশ্যে অভিনয় করে রীতিমত তাঁক লাগিয়ে দিয়েছিলেন অনামিকা।

ছাব্বিশ বছরে পা রাখলেন তিনি। অভিনয় জীবনেও সম্পন্ন হয়েছে দশ বছর। এরই মাঝে তাঁর হৃদয় ভেঙেছে, আবার এরই মাঝে তাঁর জীবনে নতুন ভোরের 'উদয়' হয়েছে। আসলে অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের (Uday Pratap Singh) সঙ্গে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছেন তিনি। পরিদর্শকের পক্ষ থেকে অভিনেত্রীর আগাম জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun