সাল তখন ২০১০। নতুন প্রজন্মকে ভালোবাসার টক-ঝাল-মিষ্টি মুহূর্তের স্বাদ দিতে ছোট পর্দায় আসেন 'ওম - তোরা' (Om-Tora) জুটি। বলা বাহুল্য, খুব স্বল্প সময়ে মন জয় করে নেয় রাজা (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami) অভিনীত প্রথম ধারাবাহিক, 'ভালোবাসা ডটকম' (Bhalobasha.com)। সেই শুরু। ধারাবাহিক থেকে বাস্তবে বিয়ের ফুল ফুটেছিল সকলের প্রিয় 'ওম-তোরা'র। তাঁদের ভালোবাসার এই পথ চলা, তাঁদের অনুগামী তথা সকল মানুষকে যেন ভালোবাসার নতুন পাঠ দিয়েছিল। সম্প্রতি তাঁদের, বিয়ের ছ' বছর পূর্ণ হল। সপরিবারে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে উদযাপন করলেন এই বিশেষ দিনটি।
রাজা এবং মধুবনীর প্রেমের সম্পর্ক এক যুগ হলেও, তাঁদের বৈবাহিক সম্পর্কের বয়স অর্ধ যুগ, অর্থাৎ ছয় বছর। ২০২১ এ তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট কেশব (Keshav)। রাজা অভিনয় করলেও, মধুবনী এখন ঘোর সংসারী। অভিনয় না করলেও তিনি তাঁর রোজনামচার খুঁটিনাটি জানান তাঁদের ইউটিউব চ্যানেলে (YouTube Channel)। ছোট্ট কেশবের বড় হয়ে ওঠার প্রতি মুহূর্তের সাক্ষী করেন তিনি অনুগামীদের।
রাজা প্রায়ই সামাজিক মাধ্যমে (Social Media) তাঁদের এই সম্পর্কের স্মৃতি রোমন্থনে বলেন, সব কিছু বদলালেও, বদলায়নি 'ওম-তোরা' থুড়ি রাজা-মধুবনীর রসায়ন। তাঁর মতে, গাড়ি, বাড়ি এমনকি সরকার পর্যন্ত বদলে গেছে, কিন্তু প্রেম যেমনটি ২০১০ এ 'ভালোবাসা ডটকম' এর সেটে শুরু হয়েছিল, তেমনটাই আজও নতুন আছে।