আজ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) জন্মদিন। ৩১-এ পা রাখলেন বং ক্রাশ। কাল থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী।
মাধ্যমিক পরীক্ষার পরেই একটি বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে আসেন তিনি। এই ধারাবাহিকের টিআরপি রেটিং এতোটাই বেশি ছিল যে, এখনও 'ললিতা' বলে সবাই ঋতাভরীকে এক নামে চেনে সক্কলে। তবে শুধু দক্ষ অভিনয় নয়, পড়াশোনাতেও রয়েছে তাঁর বহু খেতাব।
আজ ঋতাভরীর জন্মদিন। বন্ধু-কাছের মানুষজন, দর্শক, ভক্ত ছাড়াও সোশ্যালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা শতরূপা সান্যাল। লিখেছেন, "শুভ জন্মদিন, পলিনিয়া। আমার একটা ভালোবাসার পাহাড় আছে, আর আছে এক আদর আদর সমুদ্দুর, মাথার উপর একটা সুনীল আকাশ ছাদ, পায়ের নিচে সবুজ মাটি ,প্রাণের সুর। আমার আছে বুক ছেঁড়া ধন, আত্মজা আত্মা সত্ত্বা শরীর ছেনে জন্ম তার, তাকেই দিলাম আমার পাহাড় সমুদ্দুর, আকাশ-মাটির ভালোবাসার অঙ্গীকার।"