উইকিপিডিয়া জানান দিচ্ছে আজ ৩৮-এ পা দিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার (Tollywood Actress Paayel Sarkar)।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও বন্যা বইছে শুভেচ্ছার। ফ্যানক্লাবের পক্ষ থেকেও চলছে শুভেচ্ছা বিনিময়। ইতিমধ্যেই জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর বয়স যে ৩৭ পেরিয়ে গেছে, তা বোঝা দায়। সোশ্যাল মিডিয়ার একের পর এক ছবি পোস্ট করে কার্যত তাক লাগিয়ে দেন তিনি।
উল্লেখ্য, ১৯৮০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন পায়েল। ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন পায়েল। এরপর বাংলা 'উনিশ-কুড়ি' ম্যাগাজিনের হাত ধরে মডেল হিসেবে যাত্রা শুরু হয় তাঁর।
এরপর ২০০৪ সালেই অভিজিত গুহ'র পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিকের সঙ্গে 'শুধু তুমি' চলচ্চিত্রে জমিয়ে অভিনয় করেছিলেন পায়েল। ২০০৬ -এ বিবর, ২০০৭-এ রবি কিনাগী পরিচালিত 'আই লাভ ইউ' চলচ্চিত্রে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন পায়েল। যেই ছবি শত শত তরুণ-তরুণীর মনে হিল্লোল তুলেছিল।
পরবর্তীতে 'ক্রস কানেকশন', 'প্রেম আমার', 'লে ছক্কা', 'জানি দেখা হবে', 'লে হালুয়া লে', 'গোলেমালে গোলেমালা পিরিত কোরো না', 'একটি আষাড়ে গল্প', 'বচ্চন', 'ঋণ', 'যমের রাজা দিল বর', 'জিও পাগলা' সহ আরও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার।
উপহার দিয়েছেন একের পর এক ওয়েবসিরিজ। অভিনয় করেছেন টেলিভিশন ধারাবাহিকেও। রাজা চন্দের আসন্ন ছবি 'হার মান হার' চলচ্চিত্রেও দেখা যাবে পায়েল সরকারকে।