জন্মদিন, আমাদের সকলের কাছেই অন্যতম একটি বিশেষ দিন। আমরা চাই মনের মত করে এই বিশেষ দিনকে সাজিয়ে গুছিয়ে নিতে। নিজেদের সামর্থ্য মতই করে থাকি আয়োজন। অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) তাই চান, এই বিশেষ দিনটিকে বিশেষ ভাবে যাপন করতে। সে কারণে তিনি পাড়ি দিয়েছেন প্যারিসের বুকে। আইফেল টাওয়ারের (Eiffel Tower) সামনে দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিতেই, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
১১ ফেব্রুয়ারি মিমির জন্মদিন। তাঁর সামাজিক মাধ্যম (Social Media) অনুসরণ করলে দেখা যায়, তিনি বেশ ভ্রমণপ্রেমী। অভিনয়, রাজনীতির যাবতীয় দায়িত্ব সামলে, প্রায়ই তিনি নতুন নতুন স্থান ভ্রমণের উদ্যেশ্যে রওনা হন। তাই জন্মদিন উপলক্ষ্যে বেছে নিয়েছেন 'ড্রিম ডেস্টিনেশন' প্যারিসকে। সামাজিক মাধ্যমে প্রকাশ করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে একটি বহু-রঙা 'জ্যাকেট' এবং গোলাপী পালাজ্জো। সামাজিক মাধ্যমে ছবি দিতেই ছেয়ে যায় প্রশংসা। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) 'এমিলি ইন প্যারিস' (Emily in Paris) ছবির সঙ্গে তাল মিলিয়ে, মিমিকে 'এমিলি' হিসেবে অভিহিত করেন। 'পিংক বিউটি' বলে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।
বেশ কিছুদিন আগে অভিনেত্রী বাজেট পেশের দিন দিল্লির সংসদ ভবনে নিয়ে যান তাঁর বাবা এবং মাকে। নিজের আত্মজাকে সাংসদ হিসেবে দেখে বেজায় খুশি হয়েছিলেন তাঁরা। মিমি জানান, তাঁর জন্মদিনের পর এটিই দ্বিতীয় দিন যেদিন তাঁর বাবা মা খুশি হয়েছেন তাঁর কারণে। সম্প্রতিই বাংলার পরিসর পেরিয়ে বাণিজ্য নগরী মুম্বইয়ের মাটিতেও অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটেছে ছোট পর্দার 'পুপে'র। আগামী দিনগুলিতে আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করে দর্শককে উপহার দেওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।