রিজপুর নামের এক মফস্বল এলাকা, সেখানকার প্রভাবশালী জননেতা রথীন বন্দ্যোপাধ্যায়। যাঁর স্বপ্ন, একদিন তাঁর আসনে বসবেন কন্যা রাশি বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি, অত সহজে কাউকে আসন দেয় না। আসন লাভের জন্য, রক্তক্ষয় দিয়েও নিজের জীবন বাজি রাখতে হয়। ঠিক এমনই এক প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty )। গত ২৬ মে হইচই প্ল্যাটফর্মে (Hoichoi) মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ওয়েব সিরিজ "রাজনীতি" (Rajneeti)। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) রয়েছেন রথীন বন্দ্যোপাধ্যায় ওরফে কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) কন্যা, রাশির চরিত্রে। এই চরিত্রটির বেশ অনেকগুলি "শেড" দেখা গেছে আলোচ্য ওয়েব সিরিজে।
রাজনৈতিক প্রেক্ষাভূমি মানেই পরতে পরতে থাকে এক টানটান উত্তেজনা। যেকোনও মুহূর্তে উল্টে যায় পাশা। গদি দখলের "লোভ" এক নিমেষে রাজনৈতিক ময়দানকে রক্ত-ভূমিতে পরিবর্তন করে দিতে পারে। রথীন বন্দ্যোপাধ্যায়ের কন্যা রাশিকেও সম্মুখীন হতে হয় এমন অসংখ্য বাধার। কারণ, সে যে ভবিষ্যতে আসনের অধিকারী! একটি "দুর্ঘটনা" এ ক্ষতিগ্রস্ত হয় রাশি। যদিও তাঁদের কাছে, এটি বিরোধীদের চক্রান্ত হিসেবেই প্রতিপন্ন হয়। অপরদিকে "একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান" মন্ত্রে উদ্বুদ্ধ থাকা রথীন বন্দ্যোপাধ্যায়ও মেনে নিতে পারেন না কন্যার মুসলিম বন্ধুকে। ধর্মের অজুহাতে প্রাণ দিতে হয় তাঁকেও। রাশির জীবনে একের পর এক অঘটন, তাঁকে তাঁর বাবার বিরুদ্ধেও দাঁড় করায়। মনস্তাত্বিক চাপানউতোর পেরিয়ে কি রাশি পারবে, রিজপুরের আগামী ভবিষ্যতের একজন সঠিক কান্ডারী হয়ে উঠতে?
দিতিপ্রিয়া এই সিরিজে তাঁর অভিনীত চরিত্র নিয়ে ভীষণ আশাবাদী। অনেক সাক্ষাৎকারেই তিনি প্রকাশ করেছেন তাঁর উচ্ছ্বাসের কথা। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মানুষের জীবন কখনওই রাজনীতির বাইরে নয়, অশোক রাজনীতি চলে স্বয়ং মানুষের মনে। কৌশিক গাঙ্গুলীর মত অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারাও তাঁর কাছে বেশ রোমাঞ্চকর। তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কনিনীকা ব্যানার্জী (Konineeca Bannerjee)। বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrobarty)। ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা পাচ্ছে সৌরভ চক্রবর্তীর ওয়েব সিরিজ "রাজনীতি"।