দেশ (Independence Day 2022) স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। আজ সকালেই লাল কেল্লার প্রাচীরে তেরঙ্গা উত্তোলনের পর দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi, PM)। প্রতিটি রাজ্যেই চলছে উদযাপন। বাদ নেই পশ্চিমবঙ্গ (West Bengal)। গতকাল থেকেই শুরু হয়েছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন। আজ সকালেই রেড রোডে পতাকা উত্তোলনের সঙ্গে চলল হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি। রেড রোডের কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনের সময় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) কণ্ঠে শোনা গেল স্তোত্রপাঠ।
বেলা গড়াতেই এবার সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের স্বাধীনতার শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন টলি তারকারা। স্রেফ টলি তারকাই নন, ছোট্ট ইউভানও এগিয়ে এসেছে স্বাধীনতা দিবস উদযাপনে। পতাকা হাতে 'জয় হিন্দ' স্লোগানও দিল ইউভান। সবটাই ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী নিজেও অনুগামীদের জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী সহ আরও অনেকেই। হাতে পতাকা তুলে ভারতমাতাকে সম্মান জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিনী মৈত্র।
নিজের বাসভবনে পতাকা উত্তোলন করে, ভিডিও শেয়ার করে নিয়েছিলেন দেব। অন্যদিকে পতাকা হাতে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জিৎ।