কথায় কথায় ধর্ষণ, খুনের হুমকি। প্রতিক্ষণে সোশ্যাল মিডিয়ায় এরকম জিনিস দেখে দেখে ক্লান্ত বাংলার শিল্পীরা। দিনের পর দিন বাড়তে থাকা এই ঘটনায় খানিক বীতশ্রদ্ধ হয়েই পথে নামছে টলিপাড়া। যেকোনো রকম রাজনৈতিক রং থেকে দূরত্ব রেখে সম্পূর্ণ মানবিকতার জায়গা থেকেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে টলিউডের পক্ষে। সোমবার দুপুর ৩ টেয় ধর্মতলা মেট্রো চ্যানেলে এই জামায়েতের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষে বারবার স্পষ্ট করে জানানো হয়েছে, ‘এতে কোনো রাজনৈতিক রং নেই। শুধুই মানুষের কথা মানুষের জন্য বলার তাগিদ আছে।’ সোমবারের এই আয়োজনে উপস্থিত থাকবেন রাজ চক্রবর্তী, মহিলা কমিশনের অধ্যক্ষা লীনা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সায়নী ঘোষরা। দিনের পর দিন ধর্ষণের হুমকি পেয়ে পেয়ে ক্লান্ত হয়ে যাওয়া অভিনেত্রীদের কাছে যেন এটা একটা অক্সিজেনের উৎস। প্রাথমিকভাবে বিজেপিকে আক্রমণের লক্ষ্য থেকে এই আয়োজন হলেও আদতে যে এটি সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন তা স্পষ্ট করা হয়েছে আয়োজকদের পক্ষে।
তবে শুধু অভিনেতা অভিনেত্রী বা শিল্পীরা নয়, এই আয়োজনে সামিল হবেন সাধারণ মানুষও।