'কহো না পেয়ার হ্যায়' খ্যাত কবীর লাল এবার বাংলা ছবি 'অন্তর্দৃষ্টি'-র পরিচালনা তথা সিনেম্যাটোগ্রাফির জন্য বেছে নিয়েছিলেন উত্তরাখণ্ড। আর গতকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হিমবাহ ভেঙে আপাতত তুষারধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং প্রভাব পড়েছে তাদের শ্যুটিঙেও। তীব্র জলোচ্ছ্বাসে রীতিমতো ভেসে গিয়েছে অনেকগুলি গ্রাম এবং প্রায় ৭ জন নিহত সহ প্রায় ১৭০ জন এখনো নিখোঁজ। এই দুর্যোগে স্বভাবতই ভয়ে কাঁটা পুরো শুটিং ইউনিট। সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান শুটিং এর জন্য কিছুদিন আগেই চামোলির আরো কাছে ছিলেন তারা। আপাতত দেরাদুন-মুসৌরিতেই আবদ্ধ প্রত্যেকে।
উত্তরাখণ্ডের বহু জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর ও চলছে তল্লাশি-উদ্ধারকাজ। নিজের মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী। নিরাপদেই রয়েছেন সকলে। তবে জাঁকিয়ে ঠান্ডা বাড়ায় আউটডোর শ্যুটিং বন্ধ রেখে এখন ইন্ডোরেই সব শ্যুটিং সারা হবে। অবশ্যই লোকেশন নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন তারা, তবে নিরাপত্তাই আগে। ছবির জন্য শুটিংএর জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী। 'অন্তর্দৃষ্টি' একটি থ্রিলার যাতে অভিনয় করছেন টেলি তারকা শন বন্দ্যোপাধ্যায়ও।