২৯ এপ্রিল, ২০২৪
বিনোদন

সায়নী ঘোষের বিরুদ্ধে এফআইআর তথাগতর, কি বক্তব্য কৌশিক, রুদ্রনীল এবং সিধুর?

২০১৫ সালে সায়নী ঘোষ একটি টুইট নিয়ে তথাগত রায় তার বিরুদ্ধে মামলা করেছেন।
Kaushik sen rudranil ghosh and sidhu Bengali News
কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ ও সিধু @twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ৪:৫৯

অভিনেত্রী সায়নী ঘোষ ২০১৫ সালে একটি টুইট করেছিলেন যেটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, এই মর্মে এদিন সায়নীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা তথাগত রায়। এছাড়া সায়নী ঘোষের বিরুদ্ধে আসামে হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে তাদের বক্তব্য রেখেছেন চলচ্চিত্র জগতের বুদ্ধিজীবীগণ। এই তালিকায় রয়েছেন অভিনেতা কৌশিক সেন , অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং গায়ক সিদ্ধার্থ ওরফে সিধু।

কৌশিক সেন এর বক্তব্য, যদি সায়নী ঘোষ তার টুইটার অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করে থাকেন তবে ঐ পোষ্টের দায়িত্ব তাকেই নিতে হবে। যদি তিনি ২০১৫ সালে কোন পোস্ট করে থাকেন, তাহলে সেটা তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত করছিল। কিন্তু এর মানে এটা নয় যে তিনি এখন বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটা কিন্তু রুচিশীল নয়।

অন্যদিকে অভিনেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য, দেশে ভিন্ন ভিন্ন ধর্ম মতের মানুষ রয়েছে এবং তারা তাদের শ্রদ্ধা এবং ভালবাসার ভগবানকে যেভাবে ডাকবেন ডাকতে পারেন। এতে কিন্তু সায়নীর ব্যক্তিগত কোন আবেগ জড়িয়ে থাকতে পারে না। সায়নী বলেছেন, জয় শ্রীরাম হুংকার দেখানো হচ্ছে। এটা সায়নীর সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমি নিজে কখনো পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলতে দেখিনি। তার পুরনো টুইট পড়ে তাকে চেনার চেষ্টা করছেন হিন্দু ধর্মের মানুষেরা। ভগবান শিব কে নিয়ে তিনি একটি টুইট করেছিলেন যা যে কারোর ভাবাবেগে আঘাত করতে পারে। এমন যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু আমি করিনি না বলে, অনিচ্ছাকৃতভাবে করেছি বা কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না এরকম বলে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। যদি তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত না করতেন হয়তো তাহলে কেউ অতীতে গিয়ে খুঁজতেন না।

অন্যদিকে গায়ক সিধু বলছেন, শিল্পীর ধর্ম শিল্প। বেশ কয়েক বছর আগে কে কি ধরনের টুইট করেছেন সেটাকে যদি আজ তুলে এনে রাজনৈতিক কারনে ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু আমি নৈতিকভাবে সমর্থন করছি না। একজন শিল্পী হিসেবে আমার এটাই অনুরোধ, শিল্পীর বাক স্বাধীনতা রুদ্ধ করবেন না। আখেরে সেটা কিন্তু দেশের শিল্প সংস্কৃতির ক্ষতি হয়ে দাঁড়াবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ এপ্রিল

আশা অডিওর ইউটিউব চ্যানেলে শুনুন, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"

Mukul song
২৬ এপ্রিল

রেশ কাটছে না 'মির্জা'র! দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল প্রেক্ষাগৃহ

Ankush Hazra Oindrila Sen
২৬ এপ্রিল

মূল চরিত্রে দেখা যাবে প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাসকে

Trp list 20th Jan
২১ এপ্রিল

আইনি জটিলতা কাটিয়ে পুরনো বাড়িতেই ফিরছেন জোনাস-দম্পতি

Nick Priyanka new
২০ এপ্রিল

২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী অভিনীত 'আলাপ'

Mimi Chakraborty 12
২০ এপ্রিল

এই এপ্রিলে বলিউডের কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়?

Akshay Kumar 2
১৯ এপ্রিল

নিউটাউনের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ে আসর

Rupanjana Mitra
৫ এপ্রিল

আগত সন্তানের উদ্দেশ্যে কী বললেন ইয়ামি গৌতম?

Yami wedding
৫ এপ্রিল

মুক্তি পেয়েছে 'আলাপ' ছবির প্রথম গান 'আবহাওয়া বলে দেয়'

Mimi white saree new
২৩ মার্চ

আজ শনিবার বেলা বারোটার সময় মরদেহ আনা হবে টেকনিশিয়ানস স্টুডিওতে

Partha Sarathi Deb
২২ মার্চ

জিৎ-রুক্মিণীকে জুটিতে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

jeet Rukmini
২৩ ফেব্রুয়ারি

আমি আপ্লুত, ধন্যবাদ : লিখলেন সোনু সুদ

Sonu new
২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka