৬৬তম ফিল্মফেয়ার (66th Filmfare Awards) পুরস্কার ঘোষণা হল অবশেষে। যার জন্য অপেক্ষায় থাকে গোটা বিটাউন। গতকাল রাতেই ঘোষণা হয়েছে ফিল্মফেয়ার পুরস্কার অ্যাওয়ার্ড।
যেখানে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন ইরফান খান৷ তবে দুঃখের বিষয় যে গত বছর ২৯শে এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াই থামিয়ে না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী ইরফান।
কাজেই তাঁর নাম প্রকাশ্যে আসতেই চোখে জল সকলেরই। এদিন শুরু সেরা অভিনেতা নয়, জীবন কৃতী সম্মান বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ইরফান খানকে। ইরফান পুত্র বাবিল খান এই সম্মান গ্রহণ করেন।
এরপরেই সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন তাপসী পান্নু, খুশিতে একেবারে আত্মহারা অভিনেত্রী।
তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়' সিনেমা পাঁচটি অ্যাওয়ার্ড লাভ করেছেন। কাজেই তাঁর হাসির শেষ নেই।
অন্যদিকে ‘দিল বেচারা’ ছবির জন্য সেরা অভিনেতাদের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ‘দিল বেচারা’ ছবির জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার হাতে নিয়ে সুশান্তকে ধন্যবাদ জানালেন ফারহা খান। ফারহা খান বলেন, “সুশান্তের জন্য এই কাজটা অনেক সহজ হয়েছিল। এই পুরস্কার ওঁর জন্যই পেলাম।”
এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের তালিকা :
সেরা অভিনেত্রী- তাপসী পান্নু (থাপ্পড়)
সেরা সহ অভিনেতা- সইফ আলি খান (তানাজি)
সেরা নবাগত পরিচালক- রাজেশ কৃষ্ণন (লুটকেস)
সেরা সঙ্গীত অ্যালবম- প্রীতম (লুডো)
সেরা সহ অভিনেত্রী- ফারুখ জাফের (গুলাবো সিতাবো), সেরা নবাগতা- আলিয়া এফ (জাওয়ানি জানেমন), সেরা গায়ক- রাঘব চৈতন্য (থাপ্পড়- এক টুকরা ধুপ), সেরা গায়িকা- অ্যাসিস কৌর (মালাং-মালাং গানটির জন্য), সেরা চিত্রনাট্য- রোহেনা গেরা (স্যার), সেরা সংলাপ- জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো), সেরা গল্প- থাপ্পড়।
এরপর ক্রিটিক্স অ্যাওয়ার্ডের তালিকায় যারা আছেন : সেরা ছবি- এব আল্লায় ওও, সেরা অভিনেতা- অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো), সেরা অভিনেত্রী- তিলোত্তমা সোম (স্যার)। ফিল্মফেয়ার শর্ট ফিল্মের তালিকায় রয়েছে : সেরা ছবি (পপুলার)- দেবী, সেরা ছবি (ফিকশন)- অর্জুন, সেরা ছবি (নন ফিকশন)- ব্যাকগ্রাউন্ড ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি, সেরা অভিনেতা- অর্ণব আব্দাগিরে, সেরা অভিনেত্রী- পূর্তি সাভারদেকর।
পাশাপাশি নজর কেড়েছে তারকাদের পোশাকের নতুনত্ব। প্রথমেই নজর কাড়েন বলিডিভা উর্বশী (Urvashi Rautela)। খুব শীঘ্রই তামিল এবং তেলেগু সিনেমায় নিজেকে তুলে ধরবেন তিনি, খবর আসছে এমনই। তবে গতকাল লাল রঙের বডি কর্ণ শীট ড্রেসে বেশ নজর কেড়েছেন তিনি।
চোখ সরানো যায়নি তামান্নাহ'র থেকে। যিনি গোলাপী রঙের লং গ্রাউনে রেড কার্পেটে হাজির হয়েছিলেন। তামান্নার পরবর্তী ছবি 'বোলে চুরিয়ান' যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন তিনি।
তবে ফিল্মফেয়ার কবে টেলিভিশনে প্রচার হবে, সে নিয়ে সামনে আসেনি কোনো তথ্য।