নতুন বছরের শুরুতেই টলিউডের প্রযোজনা সংস্থা SVF-এর অন্দরমহলে খুশির হাওয়া। প্রায় দুই বছর পর জামিন পেলেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা প্রযোজক শ্রীকান্ত মোহতা (Shrikant Mohta)। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্যই তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
এদিন শীর্ষ আদালতের ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বাংলার প্রযোজকের পক্ষ থেকে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তেও শ্রীকান্তের নাম উঠেছিল। রোজভ্যালি চিট ফান্ড নিয়ে সিবিআই তদন্তের সময়ে ইডির জমা দেওয়া রিপোর্টে নাম উল্লেখ করা হয় শ্রীকান্তের।
এরপর সিবিআইয়ের জেরায় রোজভ্যালির জেলবন্দি কর্ণধার গৌতম কুণ্ডু দাবি করেন রোজভ্যালি গ্রুপের টেলিভিশন চ্যানেলের সঙ্গে ২০১০ সালে শ্রীকান্তের প্রযোজনা সংস্থার একটি চুক্তি হয়। যদিও, শ্রীকান্ত মোহতার আইনজীবীরা শুরু থেকেই জানিয়েছেন ২০১০ সালে স্বাক্ষর করা ওই চুক্তি নেহাত ব্যবসায়িক লেনদেন, তার সঙ্গে চিটফান্ডের কোনও যোগ নেই।