জাতীয় চলচ্চিত্র পুরষ্কারকে ঘিরে সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে। তবে করোনা আবহের জেরে গতবছর মে মাসের অনুষ্ঠানের আয়োজন হল আজ। আর তাতেই চোখ ভিজে গেল বিটাউনের। অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজ আর নেই। অথচ ৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে সুশান্ত সিং রাজপুত অভিনীত সেরা হিন্দি ছবির শিরোপা পেল 'ছিছোড়ে'। ফের কান্নার ভেঙে পড়ল সুশান্তের অনুগামীরা।
ছিছোড়ে' ছবিটিতে দুটি ভিন্ন বয়সের ভূমিকায় অভিনেতার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ২০১৯-এর ৬ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি ‘ছিছোরে’তে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর সহ একাধিক। ৫০ কোটি বাজেটের এই সিনেমা বক্সঅফিসে আয় করেছিল ২১৫ কোটি। এমনকি ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছিল এই ছবি।
সুশান্তের সহকর্মীদের কথায়, "ছবিটিতে নিজের চরিত্র পারফেক্ট করে তুলতে অনেক পরিশ্রমই করেছিল সুশান্ত"। বলাবাহুল্য, এমন পরিশ্রম মহেন্দ্র সিং ধোনির বায়োপিকেও দেখা গিয়েছিল। তাঁর সেই পরিশ্রমের সাফল্য এল। তবে একটু দেরিতেই, যা দেখার আগেই চলে যেতে হল সুশান্তকে।
ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ''এই পুরস্কার আমরা সুশান্তকে উৎসর্গ করছি। আমরা ওঁকে হারানোর ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আশারাখি, এই পুরস্কার সুশান্তের পরিবার ও অনুরাগীদের কাছে কিছুটা হলেও আনন্দ এনে দেবে।''
ছবির অপর পরিচালক নীতিশ তিওয়ারির কথায়, ''এটা আমাদের কাছে চমক ছিল। কারণ আমরা এটা আশাও করিনি। তবে আমি নিশ্চিত সুশান্ত যেখানেই থাকুন, এই জয়ে তিনি খুশিই হবেন।''
অন্যদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’৷ তবে শুধুই সেরা ছবি নয়, সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড)-এর পুরস্কারও পেল সৃজিতের এই ছবি৷ এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছিলেন অনির্বান ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী ৷
তবে শুধু 'গুমনামি' নয়। কৌশিক গঙ্গোপাধ্যায় ‘জ্যেষ্ঠপুত্র’ও সেরা চিত্রনাট্যের পুরস্কার পেল৷ এই ছবিতেও অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী৷
অন্যদিকে নতুন পালক কঙ্গনা রানাউতের মুকুটেও। সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা। মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘পঙ্গা’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। বলাবাহুল্য, এই নিয়ে চতুর্থ বার জাতীয় পুরস্কার কঙ্গনার ঝুলিতে। উচ্ছ্বাস আটকে রাখতে পারেননি অভিনেত্রী।