গত শনিবার নিজের ব্লগে এবং ট্যুইটারে (Twitter) অস্ত্রোপচারের ইঙ্গিত দিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোমবার তিনি নিজেই জানিয়েছেন, চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। কাজেই, অমিতাভের স্বাস্থ্য নিয়ে বেজায় উদ্বিগ্ন ছিল ফ্যানেরা। তবে সফল ভাবেই অস্ত্রোপচার হয়েছে তাঁর, জানিয়েছেন বিগ বি। লেখেন, "আপনাদের সকলকে ধন্যবাদ আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য, শুভ কামনার জন্য। এই বয়সে এসে চোখের অস্ত্রোপচার একটু সূক্ষ্ম এবং এটা সঞ্চলানার জন্য দক্ষ হাতের প্রয়োজন। আশা করা যায়, সব ঠিক হবে। তবে দৃষ্টিশক্তি এখন ঝাপসা, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এর জেরে টাইপিংয়ের সময় আমার ভুল হতে পারে, দয়া করে ক্ষমা করে দেবেন।"
এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার গ্যারি গোবার্সের সঙ্গে নিজের তুলনা টানেন অমিতাভ। নিজেকে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করে, সেই প্রসঙ্গে একটি গল্পও বলেছেন বিগ বি। তিনি বলেন, একটি ম্যাচে যখন শক্তিশালী বিরোধীর কাছে ওয়েস্ট ইন্ডিজ হারছিল, সেই সময় ড্রেসিং রুমে বসে মদ্যপান করছিলেন সোবার্স। এরপর মাঠে নেমে দ্রুততম শতরান করেছিলেন তিনি। পরে জানা যায়, মদ্যপান করে একটি বলকে তিনি তিনটি বল দেখছিলেন এবং মাঝখানের বলটিকে লক্ষ্য করেই তিনি ব্যাট ঘোরাচ্ছিলেন। একই ভাবে টাইপ করার সময় তিনিও তিনটি বর্ণ একসাথে দেখছেন। এবং মাঝের বর্ণটিকে বেছে নিচ্ছেন। এর সাথে অমিতাভ বচ্চন জানান, তাঁর অন্য চোখটির দৃষ্টিশক্তিও ঠিক নেই। এবং সেটিও অস্ত্রোপচার করতে হবে খুব শীঘ্র।