বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওনে (Sunny Leone)। এবার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল সানি লিওনের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সম্প্রতি সানি তার পরিবারের সঙ্গে কেরলের কোচিতে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই পুলিশি জেলার মুখে সানি লিওন।
'দ্য হিন্দু'র প্রতিবেদন সূত্রে খবর, টাকা নিয়েও দু’টি অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেই কারণেই শুক্রবার কেরল (Kerala) পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় সানি লিওনকে। আরও জানা যায়, ২৯ লাখ টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির হননি সানি। এরপরেই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রশাসনিক ব্যবস্থা নেন।
কেরালার পুলিশের প্রধানের কাছে অভিযোগ দায়ের করে পেরুম্বাভুরের বাসিন্দা আর শিয়াস নামে ওই ব্যক্তি দাবি করেন, অনুষ্ঠানে আসার জন্য সানি লিওনকে ২৯ লাখ টাকা দেওয়া হয়েছিল। যে অনুষ্ঠানের দিনক্ষণ আগেই একাধিবার পাল্টানো হয়েছিল। তবুও হাজির হননি তিনি। এই অভিযোগের তদন্ত করতেই কোচিতে ছুটি কাটাতে যাওয়া সানি লিওনেকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।
ইতিমধ্যেই সানির সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। সানি ক্রাইম ব্রাঞ্চকে বলেছেন, একাধিকবার অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন হয়েছিল। তাঁর অন্যান্য কাজের দিনের সঙ্গে সমস্যা হচ্ছিল। টাকা লেনদেন নিয়ে দু'পক্ষের হোয়্যাটসঅ্যাপ চ্যাটও হাতে পেয়েছে ক্রাইম ব্র্যাঞ্চ। চলছে পূর্ণ তদন্ত।