১১ এপ্রিল, ২০২৫
বিনোদন

এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র, উপলব্ধি মাতৃ- হারা সুজয় প্রসাদের

মায়ের স্মৃতির আবেগঘন মুহূর্তেও, বাস্তববাদী হলেন সুজয় প্রসাদ
Sujoy Prasad Bengali News
instagram.com/sujoyprosad
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২২:৩৬

গত অক্টোবরেই নেমে এসেছিল তাঁর জীবনের চরম দুর্যোগ! যে বিপর্যয় জীবনের অন্যতম কঠিন সত্য, তবুও তাকে যাপন করে নেওয়ার প্রাপ্তমনস্কতা গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়, সেই কঠিন দুর্যোগই নেমে এসেছিল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prosad Chatterjee)জীবনেও। এই 'অভিশপ্ত' দিনেই তিনি হারান তাঁর প্রজনিকা, মা-কে। এই পরিস্থিতির কাঠিন্যের রেশ, চিরকালের চলার পথের দোসর হয়ে থাকবে।

মাকে হারানোর পর, স্বভাবতই সুজয় প্রসাদ ভেঙে পড়েন। তাঁর জীবনে, মা-ই ছিলেন তাঁর জিয়ন কাঠি। সামাজিক মাধ্যমে (Social Media) একের পর এক মাতৃবিয়োগের স্মৃতি রোমন্থন করতে থাকেন তিনি। মা ছাড়া প্রতি পদক্ষেপে তাঁর অসহায়ত্ব, যেকোন মানুষের মনকেই ভারাক্রান্ত করে তোলে। জীবনের পথে এগিয়ে যেতে মায়ের দেখানো পথই তিনি অনুসরণ করতে চান। তাইতো সম্প্রতি তাঁর করা একটি পোস্টে, মাতৃবিয়োগের যন্ত্রণার আচ্ছন্নতার মধ্যেও, তাঁর বস্তবসচেতনতা ফুটে উঠেছে।

সুজয় প্রসাদের পোস্টে, মায়ের প্রতি তাঁর 'অভিমান'ই যেন কেন্দ্রিভুত হয়েছে। কথায় বলে, 'স্মৃতি সততই সুখের', কিন্তু মায়ের প্রতি অভিনেতার স্মৃতি রোমন্থনের মুহুর্ত, তাঁকে আরো বিষাদগ্রস্ত করে তুলছে। তাঁর যেন মা-কে জড়িয়ে বলতে ইচ্ছে হয়েছে, তিনি রাগী হলেও, কখনো ছেড়ে যাননি কাউকে, কিন্তু মা কেন আজ তাঁকে একা করে দিয়ে চলে গেলেন!

বাড়ির ঘরোয়া কাজের জন্য, অভিনেতার মায়ের পানের বাটা , অভিনেতার মায়ের বিছানায় রাখা হয়েছিল। আর এই পানের বাটার গন্ধই হল, অভিনেতার বিষন্নতার গতিপ্রবাহ বৃদ্ধির অনুঘটক। জর্দার গন্ধ পেয়ে, তিনি ক্ষণিকের জন্য আবেগঘন হয়ে পড়েন। তাঁর মনে হয়, মা যেন এই মুহূর্তে তাঁর সঙ্গেই আছেন। তিনি তাঁর সামাজিক মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে সর্বশেষে যোগ করেছেন, মায়ের এইসব "নতুন পুরনো গন্ধ নিয়েই বাঁচতে হবে", কারণ জীবন মানে থেমে থাকা নয়। মায়ের স্মৃতি নিয়েই বাকি পথ তাঁকে পেড়িয়ে যেতে হবে।

সুজয় প্রসাদ থেমে থাকেননি, নিজের মত গুছিয়ে নিচ্ছেন নিজেকে। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত, 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori) ধারাবাহিকে। আগামী ২০ মে, তাঁর অভিনীত ' বেলাশুরু' (Belashuru) ছবিটি মুক্তি পাবে। সেখানে তিনি প্রয়াত কিংবদন্তি জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) দুহিতার চরিত্রে থাকা ঋতুপর্ণা সেনগুপ্তের(Rituparna Sengupta) স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra