আজ দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর। মা দুর্গাকে বরণ করে বিদায়ের পালা। ইতিমধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। চোখে জল আর মুখে হাসি নিয়েই প্যান্ডেলে প্যান্ডেলে সিঁদুর খেলায় মাতোয়ারা মহিলারা। একই ছবি টলিপাড়ার অন্দরেও। অপরাজিতা আঢ্য থেকে তনুশ্রী চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়- দশমীর আনন্দে উচ্ছ্বসিত সকলেই।
শাখা-পলা, মানানসই গয়না, লাল পাড়ের সাদা শাড়ি- মাথা ভর্তি সিঁদুর আর পায়ে আলতা- এমনই লুকে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোল আলো করে আসতে চলেছে শুভশ্রী-রাজের দ্বিতীয় সন্তান। তাই বাড়তি সতর্কতা এবং বাড়তি খুশি সহযোগেই কাটল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুজো।