কথায় আছে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী - সেই কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করছেন টলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly, Tollywood Actress)। আজ অভিনেত্রীর বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা। মায়ের পুজোতেই লাল শাড়িতে দেখা মিলল চক্রবর্তী পরিবারের অন্নপূর্ণার। পরনে লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি, মাথায় ঘোমটা, গলায় ও হাতে মানানসই সোনার গয়না, সঙ্গে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর এবং কপালে টিপ। মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী। আর সেই ছবিই লেন্সবন্দি হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভক্তদের শুভেচ্ছায় ভরেছে সেই ছবি।

বলাবাহুল্য এই মুহুর্তে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে রয়েছে বেশ কিছু প্রজেক্ট। আগামীতে তাঁকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে। হইচই প্ল্যাটফর্মে 'অনুসন্ধান' সিরিজেও দেখা যাবে তাঁকে। এছাড়াও হাতে রয়েছে অন্য প্রজেক্ট 'চোর-পুলিশ ডাকাত-বাবু'।