১৯ এপ্রিল, ২০২৫
বিনোদন

'মন ফাগুন' এ নতুন চমক, উঠে দাঁড়ালেন রুশা

ঘনিয়ে এল পিহুর বিপদ, নিজের পায়ে দাঁড়িয়ে রক্ষাকবচ হয়ে উঠলেন 'দিদি' রুশা
Pihu roosha Bengali News
instagram.com/geet_roy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ২২:১১

'মন ফাগুন' (Mon Phagun) গল্পের অন্যতম আকর্ষণীয় দিক, অতীতে ঘটা গাড়ি দুর্ঘটনায়, গল্পের মুখ্য নায়িকা পিহুর দিদি, এখন ঋষিরাজের দিদি 'রুশা', যাঁর দুর্ঘটনার দরুন পায়ের সক্রিয়তা বিলীন হয়ে গেছিল। প্রত্যেকবারের মত এবারও পরিচালকদ্বয়, লক্ষণ ঘোষ ও সৌমেন হালদার আবার চমক আনছেন, কাহিনীর প্লটে।

সম্প্রতি একটি প্রোমোয় দেখা যাচ্ছে, পিহু আগুনের মাঝে সাহায্যের জন্য কাতরাচ্ছে, এবং রুশা তাঁর 'সম্বল' হুইলচেয়ার ছেড়ে, পিহুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রসঙ্গত, পিহু তাঁর দিদিকে চিনতে পারলেও, রুশার পূর্ব স্মৃতি লোপের জন্য রুশা অর্থাৎ সুদর্শিনী, পিহু তথা তাঁর সকল পরিচিতকে চিনতে অক্ষম।

কিন্তু সম্প্রতি আগাম সম্প্রচারের জন্য প্রকাশিত ভিডিওটি ঘিরে স্বভাবতই দর্শকমহলে তৈরি হয়েছে উচ্ছাস। সকলেই মেতেছেন দুই বোনের এই আত্মিক মিলনের সন্ধিক্ষণের সাক্ষী হওয়ার জন্য। এমনকি আরেকটি সম্প্রচারে দেখা যাচ্ছে, ঋষিও পিহুর বাস্তব পরিচয় জানার প্রায় দোরগোড়ায়। যখন দুটি তারা মন্ডল মিলে যায়, তখনই মিলন হয় দুজন ভালোবাসার মানুষের, ছোটবেলার এই মন্ত্রই ভিত তৈরি করেছিল প্রিয়দর্শিনী ও ঋষিরাজের সম্পর্কের। কিন্তু সময় তাদের সঙ্গ দেয়নি, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় প্রিয়দর্শিনী ও ঋষিরাজ। প্রিয়দর্শিনীর দিদি,  সুদর্শিনীরও ঋষিরাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে আদরের বোনের থেকে।

'মন ফাগুন' গল্পের কাহিনীর ঠিক এইভাবেই আবর্তিত। এখন পাড় হয়ে গেছে অনেক গুলো বছর। দুই ভিন রাজ্যে দুই প্রেমিক প্রেমিকা, আপন ভালোবাসার মানুষের স্মৃতি আগলে, অপেক্ষা করে সেই তারামণ্ডলের মিলনতিথির সন্ধিক্ষণের। তাঁরা বিশ্বাস করেন, কোনো এক নতুন ভোরে, আবার মুখোমুখি হবেন প্রিয়দর্শিনী ও তাঁর হারিয়ে যাওয়া 'টুবাই দা'।

ঘটনাচক্রে সম্পূর্ণ অপরিচিত হিসেবে, তাঁরাই বিবাহবন্ধনে আবদ্ধ হন, সেই থেকেই গল্প এগিয়ে চলেছে একের পর এক চমকের সঙ্গে সখ্যতা পাতিয়ে। খল চরিত্র, ঘটনার ঘনঘটা থাকলেও, গল্পের প্লট দর্শককেও গল্পের চরিত্র করে তুলছে। পিহু-ঋষির প্রথমে একে অপরের সঙ্গে অপরিচিত হিসেবে খুনসুটি হোক, কি ধীরে ধীরে দুই প্রেমিকের সত্যের কাছাকাছি চলে আসা, আট থেকে আশি সকল মানুষের ওষ্ঠ রেখাকেই কম্পিত করে তোলে।

দর্শকদের ঔৎসুক্য মন সকল পরিচালকেরই মূল অস্ত্র। তাই এক্ষেত্রেও, তাঁদের চাহিদা কে কেন্দ্র করেই বলা যায় এই সিরিয়ালের কাহিনী এগিয়েছে। বলা বাহুল্য, পরিচালকদ্বয় নিরাশ করেননি কখনো তাঁর অনুগামীদের। এখন দেখার অপেক্ষা, এই ফাগুনে, 'মন ফাগুন' এর বাসন্তী হওয়ায়, আপামর বাঙালি কতটা মন্ত্রমুগ্ধ হয়ে ওঠেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good