ফের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে গলায় সুর তুলে খবরের শিরোনামে এলেন বাম সমর্থক টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস (TMC) রেড ভলেন্টিয়ারদের (Red Volunteers) টিকাকরন প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে। তিনি দাবি করেন, "গত ৩১ মে থেকে রেড ভলেন্টিয়ার্সদের টিকাকরণের ব্যবস্থা করে দেওয়ার পরেও এই প্রক্রিয়া স্থগিত করে রেখেছে রাজ্য সরকার। এরফলে গতকাল অর্থাৎ বুধবার টিকা পাননি ১৮০ জন স্বেচ্ছাসেবক।" এছাড়াও অভিনেত্রী বলেছেন, "করোনা দুর্যোগে অতি সক্রিয় রয়েছে রেড ভলেন্টিয়ার্সরা। তারা হাসপাতালের শয্যা বা দুষ্প্রাপ্য ঔষধ বা অক্সিজেন সিলিন্ডার রাত দিন এক করে সব জায়গায় পৌঁছে দিচ্ছে। আর তাদের এমন অবিরাম কাজ দেখে হীনমন্যতায় ভুগছে শাসকদল। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদের টিকাকরণ আটকে দিচ্ছে রাজ্য সরকার।" এছাড়াও তিনি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, "যে দল মানুষের চাল চুরি করে বা আমফানের সময় ত্রিপল চুরি করে সেই দলটা এমনটা করতেই পারে। সরকার কোন কাজ করছে না।"
অন্যদিকে শ্রীলেখার দাবির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারের মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার। তিনি শ্রীলেখার দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, "শ্রীলেখাদি ফেসবুকে কি প্রতিবেদন পোস্ট করছেন তা আমি জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে রেড ভলেন্টিয়ার্স বলে কেউ টিকা পাবেন এমনটা হবে না। কে কোন দলের তার ওপর ভিত্তি করে চিকিৎসা করা হচ্ছে না।"