বছরের শুরুতেই ফের নক্ষত্রপতন বিনোদন জগতে। প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় শিল্পী শ্রীলা মজুমদার। তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর আজ পরলোক গমন করেন অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।
শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোকাহত। বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটা বড় ক্ষতি।
কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে পরশুরাম ছবিতে অভিনয়ের মাধ্যমে শ্রীলা মজুমদারের যাত্রা শুরু হয়েছিল অভিনয় জগতে। ‘একদিন প্রতিদিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা। কাজ করেছেন একাধিক ছবিতে। অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গেও। নিজের কেরিয়ারে জিতেছেন অসংখ্য পুরস্কার।
আজ রাতেই কেওড়তলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।