২০১২ সালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও, ২০১৬ সালে রুপোলি পর্দায় হাতে-খড়ি হয় বছর উনিশের কন্নড় তন্বীর। প্রথম ছবি 'কিরিক পার্টি'তে (Kirik Party) সকলের মন জয় করে নেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। মিষ্টি হাসি এবং অভিনয় দক্ষতা দিয়ে রীতিমত 'জাতীয় ক্রাশ' এর তকমা অর্জন করেন দক্ষিণী এই তারকা। সম্প্রতি আড়ম্বরের সঙ্গে পালন করা হল রশ্মিকার জন্মদিন। সাতাশ বছরে পা রাখলেন অভিনেত্রী। শুধু তাই নয়, জন্মদিনের দিনই ঘটা একটি গুজব নিয়ে, রীতিমত সামাজিক মাধ্যমে (Social Media) সরব হলেন এই প্রজন্মের 'ডিয়ার কমরেড' টি।
কখনই নিজের ব্যাক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ করতে দেখা যায়নি রশ্মিকাকে। তবুও তাঁর সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই অনুগামীদের মধ্যে। শোনা যায়, ২০১৯ সালের চলচ্চিত্র 'ডিয়ার কমরেড' (Dear Comrade) এর সহ নায়ক, বিজয় দেভেরকন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছেন নায়িকা। এমনকী জন্মদিনের দিন রশ্মিকা একটি ভিডিও প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। ভিডিওতে তাঁর পারিপার্শ্বিক আবহের সঙ্গে মিল পাওয়া গেছে, বিজয় দেবরকন্ডার একটি ছবির। নেটিজেনরা অনুমান করছেন, প্রেমিকার জন্মদিনে নিশ্চয়ই তাঁর প্রেমিক রত্নটিও উপস্থিত ছিলেন।
কিন্তু সকল অনুমানে জল ঢেলে দিয়েছেন খোদ নায়িকা নিজেই। মজার ছলে নেটিজেনদের 'বাবু' সম্বোধন করে জানিয়েছেন, তাঁরা নিছকই এত বেশি চিন্তা করছেন। আসলে এই চিন্তার নাকি কোনও ভিত্তিই নেই। নেটিজেনরা স্বভাবতই এই প্রতিক্রিয়ায় নিরাশ হলেও, রশ্মিকার এই প্রতিক্রিয়া জানানোর ভঙ্গিটিতে বেশ মজাই পেয়েছেন।