কিছুদিন আগেই তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা সৌরভ দাস। তবে তৃণমূলে যোগদান করার পরই চূড়ান্ত বিতর্কে জড়ান তিনি। তার জন্মদিনের একটি ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ "মন্টু পাইলটের" মহিলাদের প্রতি মানসিকতা নিয়ে তীব্র নিন্দা করেন। অবশ্য সমস্ত বিতর্কের সৃষ্টিকারী ভিডিও নিজের প্রোফাইলে পোস্ট করে অভিনেতা তার সাফাই দেন। তিনি ভিডিওটি পোস্ট করে নিন্দুকদের জবাব দিয়ে বলেছেন, "ছোট ছবি দেখলে? এবার বড়টা দেখো। গতকাল আমার জন্মদিনটা সেরা ছিল। অনেকের ভালোবাসা পেয়েছি আমি। আমি হয়তো এতটা ভালোবাসার যোগ্য নয়। স্কুলের লাস্ট বেঞ্চে বসে যেই ছেলেটার বাবা মার চোখে জল আনত, সেই বাবা আজ আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে। বোনটাও কেঁদে ফেলেছে আমার। আমি ওর চোখের জল মুছে দিচ্ছি আলিঙ্গন করে।"
আসলে বিতর্কে সূত্রপাত হয়েছিল সৌরভ দাসের জন্মদিনের একটি ভিডিও নিয়ে। ভিডিওতে দেখা গিয়েছিল, পুরনো বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করছে অভিনেতা। সেটার সকল বন্ধুবান্ধবকে জড়িয়ে ধরেছে। এরই মধ্যে এক তরুণীকে আলিঙ্গন করে সে। তবে ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতা শালীনতা ছাড়িয়ে ওই তরুণীর শরীরের একাধিক অংশে হাত দিচ্ছেন। একজন অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্বের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেছে নেটিজেনদের একাংশ।