গত ৬ই অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন। এ কদিন তার অবস্থা স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই গতকাল শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে স্থানান্তর করা হয়েছে আইটিইউতে।
হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান এই অভিনেতার শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তাই প্রয়োজন মত অক্সিজেনের সাপোর্ট দিতে হচ্ছে। তবে আজ তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। খাওয়া দাওয়া করছেন।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অরিন্দম করের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। সৌমিত্রবাবু শ্বাসকষ্টের সমস্যা অনেকদিনের। ২০০৬ সাল থেকে তিনি সিওপিডিতে আক্রান্ত। তবে সৌমিত্রবাবুর বয়স বেশি হওয়াতে উদ্বেগ রয়েছে। কারণ তাঁর শরীরে অনেকগুলি কো মর্বিডিটি রয়েছে। ২৪ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।