টলিপাড়ায় সোহিনী সরকার (Sohini Sarkar) মানেই বাংলার ক্রাশ, যে কোনও চরিত্রে সাবলীল অভিনয়, সমাজের অচলায়তনের তোয়াক্কা না করেই স্বাধীনচেতা মনোভাব। নিজের দৃষ্টিকোণে সমাজকে দেখতে গিয়ে বহুবার নেটিজেনদের কাছ থেকে সোহিনীকে কুকথা শুনতে হলেও, নিজের মতোন করে সোহিনী সর্বদা এগিয়ে গিয়েছেন সামনে।
বলাবাহুল্য, ফ্যাশন নিয়ে নানা রকম 'এক্সপেরিমেন্ট' করতে বরাবরই ভালবাসেন অভিনেত্রী সোহিনী সরকার। তাই কখনও বোহো আউটফিট, কখনও ওয়েস্টার্ণ আবার কখনও সাবেকি সাজে নেটিজেনদের মন কাড়তে সক্ষম সোহিনী।
সোহিনী সরকারকে পরবর্তীতে দেখা যাবে পরিচালক শ্রীজাতের পরবর্তী ছবি 'চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এ। নতুন ছবিতে জুটি হিসাবে দেখা যাবে সোহিনী সরকার আর পরমব্রত চট্টোপাধ্যায়কে। সংবাদমাধ্যমকে সোহিনী জানিয়েছেন, প্রায় সাত বছর পর জুটি বাঁধছেন তাঁরা।
তবে বছর শেষে সোহিনী ঘুরছেন বেনারস। সেখান থেকেই লেন্সবন্দি হয়েছেন সোহিনী।
সঙ্গে সোহিনীর মন্তব্য, "বারবার এখানে আসতে ইচ্ছে করে।" সোহিনীর এই ছবিতে কমেন্ট করেছে স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেন, "পরের বার যাওয়ার আগে আমায় বলিস।"
বেনারসে শুধু সোহিনী নয়। টেলি তারকা জুটি অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছেন।